ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

প্যারিস থেকে জার্মানি গিয়ে বিনামূল্যে ইউসিএল ফাইনাল দেখবেন তারা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৪:৪

ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। ২০২০ আসরে প্রথমবার নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপেরা ফরাসি ক্লাবটিকে ফাইনালে তুলেছিলেন। যদিও বায়ার্ন মিউনিখের কাছে হেরে সেবার তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই হার মানতে পারেননি পিএসজির মালিক নাসের আল খেলাইফিও। দলটি এবার ইউসিএল ফাইনালে ওঠায় তিনি ব্যাপক খুশি, বড় ঘোষণা দিলেন ক্লাবের ৬০০ স্টাফের জন্য।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় স্বপ্ন ছোঁয়ার দ্বারপ্রান্তে থেকে উন্মাদনায় ভাসছে প্যারিসিয়ান ফুটবলার, ক্লাব স্টাফ ও ম্যানেজার থেকে শুরু করে সমর্থকরাও। ৩১ মে জার্মানির মিউনিখ শহরে হবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী লড়াই। অ্যালিয়াঞ্জ অ্যারেনার সেই ফাইনালে পিএসজি ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান মুখোমুখি হবে। প্যারিস থেকে গিয়ে সেই ম্যাচ বিনামূল্যে দেখতে পারবেন পিএসজির সকল স্টাফ।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপে জানিয়েছে, পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি ক্লাবের সবাইকে একটি বার্তা পাঠিয়েছেন। যেখানে লেখা ছিল– ‘আমাদের সকল স্টাফের জন্য এই সুবিধা থাকছে যে, তারা আমাদের দলের সঙ্গে ফাইনাল মিশনে মিউনিখে যেতে পারবেন। পুরো ব্যবস্থাপনার বিষয়ে ক্লাব ম্যানেজমেন্ট পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেবে।’

অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস নাসের আল খেলাইফির পুরো মন্তব্য সামনে এনেছে। সেখানে পিএসজির এই ধনকুবের মালিক বলেন, ‘এটি আমাদের ক্লাবের জন্য আরেকটি স্মরণীয় রাত হতে যাচ্ছে, যদিও মিউনিখে আমরা আর একটি কদম দূরে আছি। যার জন্য প্রয়োজনে পুরো মনোযোগ, দৃঢ়চিত্ত ও ঐক্য। আমাদের ক্লাবের সফলতার মূলমন্ত্র সবার ঐক্যবদ্ধ প্রচেস্টা, সেটি হোক মাঠে কিংবা মাঠের বাইরে, খেলোয়াড় থেকে শুরু করে কোচ, সকল টেকনিক্যাল স্টাফ ও প্রতিটি বিভাগে থাকা স্টাফদের ভূমিকা আছে। আমরা সবাই মিলে একটি পরিবার, যারা বড় মঞ্চে পিএসজি ও ফ্রান্সের প্রতিনিধিত্ব করছে।’

ক্লাবের পুরো ৬০০ সদস্যকেই ফাইনালের মঞ্চে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন খেলাইফি। তিনি জানান, ‘মিউনিখে আমাদের ফাইনালে উপস্থিত থাকার সুযোগ প্রতিটি সদস্যরই প্রাপ্য। পিএসজির জন্য আপনাদের প্রচেষ্টা, প্রতিজ্ঞা, পেশাদারিত্ব ও আবেগ প্রদর্শন ও প্রমাণের জন্য অনেক কৃতজ্ঞতা। শিগগিরই ম্যানেজমেন্টের পক্ষ থেকে (চ্যাম্পিয়ন্স লিগ) ফাইনালে সবার উপস্থিতি নিশ্চিতের জন্য বিস্তারিত তথ্য জানানো হবে।’

প্রসঙ্গত, ইউসিএলে সেমিফাইনালের প্রথম লেগ খেলতে পিএসজি গিয়েছিল আর্সেনালের মাঠ এমিরেটসে। যেখান থেকে তারা ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল। দ্বিতীয় লেগে পার্ক দ্য প্রিন্সেসেও সেই ধারা ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে প্যারিসিয়ানরা। ঘরের মাঠে তাদের জয় ২-১ গোলে। ৩-১ অ্যাগ্রিগেটে জয় নিয়ে ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার উঠল ফাইনালে। মিউনিখে তাদের প্রতিপক্ষ হিসেবে আগেই প্রস্তুত ছিল ইন্টার মিলান। এর আগে রোমাঞ্চকর সেমিতে তারা বার্সেলোনাকে ৭-৬ গোলের অ্যাগ্রিগেটে হারায়।

এমএসএম / এমএসএম

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক