ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

স্নিগ্ধ সেবা, হৃদয়ে দীপ্তি - ভর্তিতে জাককানইবি পরিবারের গৌরবের স্মৃতি


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ৩:৪২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি লাঘবে বিভিন্ন উদ্যোগ নেয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম নেতৃত্বাধীন জাককানইবি ‍পরিবার।

প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন, পুরাতন বিজ্ঞান ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন ভবন, নতুন কলা ভবন এবং নতুন বিজ্ঞান ও ইন্জিনিয়ারিং ভবনে একযোগে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটা পরীক্ষা শুরুর পর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সার্বিক খোঁজ খবর নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

এ বছর তীব্র গরমে শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের ভোগান্তি ও কষ্ট লাঘব করতে জাককানইবি প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের নিচে ও গাহি সাম্যের গান মুক্ত মঞ্চে চেয়ারের মাধ্যমে বসার ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নিচতলায় পুরুষের এবং দোতলায় মহিলাদের ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের ব্যবস্থা করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রশাসনের বিভিন্ন উদ্যোগের মধ্যে সবচেয়ে আলোচিত ও প্রশংসনীয় উদ্যোগ ছিলো পরীক্ষার্থীদের জন্য ময়মনসিংহ শহর থেকে ও ভালুকা থেকে পরিবহন পুলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সেবা দেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠন ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি আন্দোলন বাংলাদেশ, ইসলামি ছাত্রী সংস্থার উদ্যোগে সুপেয় পানির ব্যবস্থা, বিনামূল্যে মোবাইল ফোন-ব্যাগ জমা রাখাসহ অভিভাবকদের বসার ব্যবস্থা ও বাইক সার্ভিসের ব্যবস্থা করা হয়। রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ও বিভাগীয় এসোসিয়েশন এবং বিভিন্ন ডিপার্ট্মেন্টের হেল্প ডেস্কে পরীক্ষার্থী ও অভিভাবকদের নানামুখী সেবা দেওয়া হয়। প্রচণ্ড গরমে এসব মানবিক উদ্যোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে। বিশ্ববিদ্যালয় পরিবারের এ ধরনের মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপের প্রশংসাও করেছেন উপস্থিত পরিক্ষার্থী ও অভিভাবকরা।

নেত্রকোনা থেকে আসা এক অভিভাবক বলেন, প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ে এলাম। কিন্তু প্রশাসনের আন্তরিক ব্যবস্থাপনা দেখে খুব ভালো লাগছে। পানির ব্যবস্থা, বসার চেয়ার-সবকিছু মিলিয়ে গরমের মধ্যে অপেক্ষার সময়টুকু অনেকটা আরামেই কেটেছে।’

শেরপুর থেকে আসা আরেক অভিভাবক জানান, ‘বাচ্চারা ভেতরে পরীক্ষা দিচ্ছে, আর আমরা বাইরে দুশ্চিন্তায় থাকি-এটাই স্বাভাবিক। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগে সেই দুশ্চিন্তাও যেন কিছুটা ভুলে ছিলাম। এমন সুন্দর আয়োজন ও যত্নের জন্য বিশ্ববিদ্যালয়ের সবাইকে ধন্যবাদ জানাই।’

ময়মনসিংহ শহর থেকে আসা এক পরীক্ষার্থী বলেন, "আমি তো সেকেন্ড টাইমার। বেশ কয়েক জায়গায় পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের মতো কোথাও তাদের বাস সেবা পাই নাই। বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারকে এবং সবাইকে অনেক ধন্যবাদ জানাই।"

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, "পরীক্ষার এই সময়টাতে পরীক্ষার্থী এবং অভিভাবক সবাই যাতায়াত নিয়ে চিন্তিত থাকে। এই সুবিধা নেয় লোকাল পরিবহনগুলো। তাই উপাচার্য স্যারের আন্তরিকতায় আমাদের সাধ্যের মধ্যে আমরা পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক বাসের ব্যবস্থা করেছি পরীক্ষার্থীদের কষ্ট লাঘব করার জন্য। আর পর্যাপ্ত সংখ্যক বাস দেয়াতে লোকাল বাস ও সিএনজির চাপ কম হয়েছে যার ফলে বাইপাস থেকে ক্যাম্পাসে আসতে তেমন কোন জ্যাম হয়নি। বিগত সময়গুলো প্রক্টরিয়াল বডি সহ লোকাল প্রশাসন জ্যাম ঠেকাতে বিপর্যস্ত হয়ে পড়ত।"

সবার সহযোগিতাকে স্মরণ করে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, "যেহেতু প্রচন্ড গরম ছিলো এবং পরীক্ষার্থীরা দূর দূরান্ত থেকে আসে। তাই তাদের যথাসাধ্য চেষ্টা করেছি আপ্যায়ন করতে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটি ও সাব কমিটি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থাসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ও রাজনৈতিক সংগঠনগুলোসহ সকলের সহযোগিতায় আমরা সুন্দর ভাবে সবকিছু সম্পন্ন করতে পেরেছি। বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন