ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

কামারখন্দের ইউএনও বিরুদ্ধে শিক্ষিকাকে লাঞ্ছনার অভিযোগ


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৯:৭

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সালিশি আলোচনায় নিজ পক্ষে বিদ্যালয়ের সাবেক দুই প্রধান শিক্ষক ও প্রেসক্লাব সভাপতি রাখার অনুরোধ করায় এক নারী শিক্ষিকাকে লাঞ্ছিত ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের বিরুদ্ধে।

অভিযোগকারী জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শারীরিক শিক্ষিকা মোছাঃ সালমা খাতুন গত ২২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৬ এপ্রিল এক সহকর্মীর সঙ্গে কথাকাটাকাটির ঘটনায় বিদ্যালয়ের মধ্যে আলোচনা বসে, যেখানে সহকর্মী শাহানা পারভীন তাকে জুতা ছুঁড়ে মারেন বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে প্রধান শিক্ষক জানান, বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে এবং তিনি আলোচনায় বসতে চাচ্ছেন। ২২ এপ্রিল ইউএনও কার্যালয়ে গেলে, সালমা খাতুন নিজের পক্ষ থেকে তিনজন নিরপেক্ষ ব্যক্তি রাখার কথা বলেন – সাবেক দুই প্রধান শিক্ষক ও প্রেসক্লাব সভাপতি। এ প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে ইউএনও তাকে অকথ্য ভাষায় গালাগালি, ভয়ভীতি দেখানো এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া অফিসের লোকজন দিয়ে জোর করে বের করিয়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

শিক্ষিকা সালমা খাতুন বলেন, অভিযোগ দায়েরের পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন তাকে মানসিকভাবে চাপে রেখেছেন এবং ইউএনও’র কাছে ক্ষমা চাইতে বলছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ইউএনও থাকলে চাকরি চালিয়ে যাওয়া সম্ভব হবে না এবং হয়রানি আরও বাড়বে। তার ভাষ্য, ‘আমাকে যদি জোর করে সরি বলাতে নেয়, তাহলে আমি ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা করবো।’

সহকারী শিক্ষিকা শাহানা পারভীন বলেন, আমি জুতা ছুঁড়তে নিয়েছিলাম, কিন্তু মারিনি। উল্টো সালমা আমাকেই ছুঁড়েছে। আমি ওর চেয়ে ১৪ বছরের সিনিয়র এবং সেদিন অসুস্থও ছিলাম। স্যরি বলার চাপ দেওয়ার বিষয়টি অস্বীকার করে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জল হোসেন বলেন, আমি তাকে ইউএনও’র কাছে স্যরি বলতে বলিনি, মানসিক চাপও দিইনি।

প্রাপ্ত অভিযোগ এর বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলকে বিভিন্ন সময়ে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি, এমনকি হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও কোনো উত্তর মেলেনি। জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ছুটিতে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার বলেন, ‘বিষয়টি আমাদের জানা আছে। ডিসি স্যার আসার পর অভিযোগটি পর্যালোচনা করা হবে।’

এমএসএম / এমএসএম

রংপুরে প্রয়াত নেতা মোজাফফর হোসেনের পরিবারের খোঁজখবর নিলেন তারেক রহমান

চট্টগ্রামে সিএমএম আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজস্থলীতে চুশাক পাড়ায় টেবিল টেনিসের কন্যাকে উষ্ণ সংবর্ধনা,

কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ে চার হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার

নন্দীগ্রামে মটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখী সংঘর্ষে নিহত ২

মোরেলগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে মৎস্য ঘের দখলের অভিযোগ

মদন পৌরসভায় বিএনপির ধানের শীষের নির্বাচনী গণসংযোগ

সরিষাবাড়ীতে সেনা অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক

তিনটি দল দেশটাকে লুটেপুটে খেয়েছ, এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দিতে হবে: মিয়া গোলাম পরোয়ার

নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভোলায় ইসি মো.সানাউল্লাহ