রংপুরে দলিত ও আদিবাসীর জীবনমান উন্নয়নের তাগিদ
দলিত ও আদিবাসীদের জীবনমান উন্নয়ন ও তাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। রোববার (১২ সেপ্টেম্বর) রংপুরের আরডিআরএস মিলনায়তনে 'বাংলাদেশে দলিত ও আদিবাসীদের পরিস্থিতি, গণমাধ্যমের ভুমিকা ' শীর্ষক কর্মশালায় বক্তারা এ মন্তব্য করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে গাজী টিভির প্রধান নির্বাহী সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীর প্রমুখ বক্তব্য রাখেন। সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন হেকস ইপারের আয়োজনে দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় দলিত বা পেশার কারণে বৈষম্যের শিকার গোষ্ঠীসমুহ মেথর, ঝাড়ুদার, নাপিত, শব্দকর ছাড়াও বহুমাত্রিক বৈষম্যের শিকার মানুষ ও শোষিত-বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে হবে। আমরা সবাই মানুষ। সবাই মিলে কাজ করলে দেশের ও সমাজের উন্নয়ন সম্ভব।
বক্তারা বলেন, সংবিধানের ২৮(১,২) এবং ২৯(২) ধারা অনুযায়ী মৌলিক অধিকারের নিশ্চিত ও বৈষম্য না করার কথা বলেও এই জনগোষ্ঠী বৈষম্যের শিকার হচ্ছেন। কর্মশালায় রংপুর জেলাসহ বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিকবৃন্দ অংশ নেন।
এমএসএম / এমএসএম