পিএসএল প্লেঅফে সাকিব-মিরাজদের প্রতিপক্ষ কারা?

ইসলামাবাদের ৭৯ রানের বড় এক জয়ে শেষ হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–এর লিগ পর্বের খেলা। করাচি কিংসকে গতকালের ম্যাচে বড় ব্যবধানে হারিয়ে ইসলামাবাদ নিশ্চিত করেছে পিএসএলের এবারের আসরে লিগ পর্বে শীর্ষ দুইয়ে থাকছে তারা। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে প্লে-অফের লাইনআপও।
এবারের পিএসএলের প্লে-অফে যাচ্ছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস এবং লাহোর কালান্দার্স। পিএসএল ইতিহাসে প্রথমবারের মতো প্লে-অফ মিস করছে পেশোয়ার জালমি। আর এক আসরে সবচেয়ে বেশি ম্যাচ হারের লজ্জা নিয়ে সবার আগে বিদায় নিয়েছে মুলতান সুলতানস।
প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে শীর্ষ দুইয়ে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেড। ২১ মে তারিখে হবে সেই ম্যাচ। পরদিন ২২ তারিখ এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের লাহোর কালান্দার্স। যে ম্যাচে তাদের প্রতিপক্ষ করাচি কিংস।
গত ম্যাচেই লাহোরের হয়ে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। ম্যাচে মলিন পারফরম্যান্স করলেও সাকিবের দল লাহোর ঠিকই জয় তুলে এনেছিল। সেই সুবাদেই তারা জায়গা করে নিয়েছে প্লে-অফে। আর তারপরেই তারা দলে টানে মেহেদি মিরাজকে।
২২ তারিখ করাচির বিপক্ষে জিতলে লাহোর চলে যাবে ২৩ তারিখের দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইসলামাবাদ-কোয়েটা ম্যাচে হেরে যাওয়া দল। সেই ম্যাচে জিতলে লাহোর যাবে ২৫ তারিখের ফাইনালে।
এমএসএম / এমএসএম

এ বছরই ফিরতে পারে স্থগিত হওয়া ভারতীয় লিগ

এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেলেন লিটন-মিরাজরা

১ বলে ২২ রান, সাকিবদের লিগে অবিশ্বাস্য ঘটনা!

অক্টোবরে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে খেলবে ব্রাজিল

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার

নেইমারকে ছাড়াই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!
