লাকসামে বসছে ১৯টি পশুর হাট
আগামি ৭ জুন ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। কোরবানি ঈদের প্রধান কাজ সামর্থ অনুযায়ী পশু কোরবানি দেয়া। তার আলোকে লাকসাম উপজেলায় এবারের ঈদে সাপ্তাহিক হাটসহ ছোট-বড় ১৯টি কোরবানি পশুর হাট বসতে যাচ্ছে । বাজারে ক্রেতা বিক্রেতা ও সর্বসাধারণের নিরাপত্তা বিবেচনায় এবার ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। আজ শনিবার সকালে উপজেলা ইউএনও কার্যালয়ে দরপত্র ডাক দিয়েছে। ১৯ টি হাটবাজারে দাখিলকৃত ইজারা মূল্য সর্ব মোট ৩ লক্ষ ৩৪ চৌত্রিশ হাজার ৫০৬ টাকা।
জানা গেছে, বাজারে কোরবানের পশু পরীক্ষার জন্য প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে থাকবে পশু টেষ্ট মেডিকেল টিম। জাল নোট সনাক্তকরণে বাজারে থাকছে বিশেষ জালনোট সনাক্তকরণ মেশিন। ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে এবং ক্রেতা- বিক্রেতাদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশের বিশেষ টিম।
কোরবানের বাজারে নিরাপত্তা ও সার্বিক বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন- কোরবানের পশুর হাটের নানা বিষয় নিয়ে প্রস্ততির ব্যাপারে থানা পুলিশকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। তারা নিয়ম অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া ক্রেতা-বিক্রেতাদের র্নিবিঘ্নের জন্য প্রতিটি বাজারে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সর্বসাধারণ যাতে নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পারে সে ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। প্রতিটি বাজারে ১টি করে পুলিশের মোবাইল টিম কাজ করবে পাশাপাশি সাদা পোশাকে ও বিশেষ পুলিশ সদস্যরা আলাদাভাবে মোতায়েন থাকবে।
জানাযায়, এ বছর লাকসাম উপজেলায় ১৯টি পশুর হাট বসছে বাকই দক্ষিণ ইউনিয়ন ২টি আসরা বাজার ও অশ্বদিয়া বাজার, মুদাফরগঞ্জ দক্ষিন ইউনিয়ন ৩টি রাজাপুর বাজার, মাওলানা সাহেবের বাজার ও শ্রীয়াং বাজার, কান্দিরপাড় ইউনিয়ন ৩টি কান্দিরপাড় পরিষদ সংলগ্ন, নৈরপাড়, কামড্ডা, গোবিন্দপুর ইউনিয়ন ৩টি দোখাইয়া ইছাপুরা বাজার সংলগ্ন, চৌমুনি সংলগ্ন, দোখাইয়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন, উত্তরদা ইউনিয়ন ৪টি চন্দনা, নাড়িদিয়া ও আতাকরা, হারাখাল রাবেয়া আলী ইসলামীয়া মাদ্রাসা মাঠ, আজগরা ইউনিয়ন ২টি আজগরা বাজার সংলগ্ন, কৃষ্ণপুর বাজার সংলগ্ন, লাকসাম পূর্ব ইউনিয়ন ২টি নরপাটি বাজার সংলগ্ন, ফুলগাঁও বাজার।
এদিকে আগামী বুধবার লাকসাম পৌরশহরে গরু বাজারে কোরবানের পশুর হাট বসবে। ইতোমধ্যে ওই বাজারে সহস্রাধিক গরু মহিষ মজুদ রয়েছে। এবছর মাঝারি মানের গরুর দাম বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ইজারাদার সূত্রে আরও জানা যায়, ইতোমধ্যে বিভিন্ন বাজারে দেশীয় প্রচুর গরু মজুদ করেছে বিক্রেতারা। হাটগুলোতে ক্রেতা সাধারণের নিরাপত্তা জোরদারের পুলিশি টহল জোরদারের পাশাপাশি নতুন করে সাজানো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার কোরবানির পশুর হাট জমতে পারে বলে আশা প্রকাশ করেন ইজারাদারগণ। এবারে ইজারা সহনীয় পর্যায়ে রাখতে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা দৈনিক সকালের সময়কে জানান, প্রতিটি পশুর হাটে আমাদের নিরাপত্তা শতভাগ জোরদার থাকবে। সকল ইজারাদারকে নির্দেশ দেয়া হয়েছে কোন ছিনতাইকারী, মলমপার্টি ইত্যাদি দেখলে আমাদের সাথেসাথেই জানানোর জন্য।
এমএসএম / এমএসএম
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়
শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন
আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার
প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন
মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে
টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট