ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

লাকসামে বসছে ১৯টি পশুর হাট


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৪-৫-২০২৫ দুপুর ১২:৩৬

আগামি ৭ জুন ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। কোরবানি ঈদের প্রধান কাজ সামর্থ অনুযায়ী পশু কোরবানি দেয়া। তার আলোকে লাকসাম উপজেলায় এবারের ঈদে সাপ্তাহিক হাটসহ ছোট-বড় ১৯টি কোরবানি পশুর হাট বসতে যাচ্ছে । বাজারে ক্রেতা বিক্রেতা ও সর্বসাধারণের নিরাপত্তা বিবেচনায় এবার ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। আজ শনিবার সকালে উপজেলা ইউএনও কার্যালয়ে দরপত্র ডাক দিয়েছে। ১৯ টি হাটবাজারে দাখিলকৃত ইজারা মূল্য সর্ব মোট ৩ লক্ষ ৩৪ চৌত্রিশ হাজার ৫০৬ টাকা।
জানা গেছে, বাজারে কোরবানের পশু পরীক্ষার জন্য প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে থাকবে পশু টেষ্ট মেডিকেল টিম। জাল নোট সনাক্তকরণে বাজারে থাকছে বিশেষ জালনোট সনাক্তকরণ মেশিন। ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে এবং ক্রেতা- বিক্রেতাদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশের বিশেষ টিম।
কোরবানের বাজারে নিরাপত্তা ও সার্বিক বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন- কোরবানের পশুর হাটের নানা বিষয় নিয়ে প্রস্ততির ব্যাপারে থানা পুলিশকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। তারা নিয়ম অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া  ক্রেতা-বিক্রেতাদের র্নিবিঘ্নের জন্য প্রতিটি বাজারে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সর্বসাধারণ যাতে নির্বিঘ্নে পশু ক্রয়  বিক্রয় করতে পারে সে ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। প্রতিটি বাজারে ১টি করে পুলিশের মোবাইল টিম কাজ করবে পাশাপাশি সাদা পোশাকে ও বিশেষ পুলিশ সদস্যরা আলাদাভাবে মোতায়েন থাকবে।
জানাযায়, এ বছর লাকসাম উপজেলায় ১৯টি পশুর হাট বসছে বাকই দক্ষিণ ইউনিয়ন ২টি আসরা বাজার ও অশ্বদিয়া বাজার, মুদাফরগঞ্জ দক্ষিন ইউনিয়ন ৩টি রাজাপুর বাজার, মাওলানা সাহেবের বাজার ও শ্রীয়াং বাজার, কান্দিরপাড় ইউনিয়ন ৩টি কান্দিরপাড় পরিষদ সংলগ্ন, নৈরপাড়, কামড্ডা, গোবিন্দপুর ইউনিয়ন ৩টি দোখাইয়া ইছাপুরা বাজার সংলগ্ন, চৌমুনি সংলগ্ন, দোখাইয়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন, উত্তরদা ইউনিয়ন ৪টি  চন্দনা, নাড়িদিয়া ও আতাকরা, হারাখাল রাবেয়া আলী ইসলামীয়া মাদ্রাসা মাঠ, আজগরা ইউনিয়ন ২টি আজগরা বাজার সংলগ্ন, কৃষ্ণপুর বাজার সংলগ্ন, লাকসাম পূর্ব ইউনিয়ন ২টি নরপাটি বাজার সংলগ্ন, ফুলগাঁও বাজার। 
এদিকে আগামী বুধবার লাকসাম পৌরশহরে গরু বাজারে কোরবানের পশুর হাট বসবে। ইতোমধ্যে ওই বাজারে সহস্রাধিক গরু মহিষ  মজুদ রয়েছে।  এবছর মাঝারি মানের গরুর দাম বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ইজারাদার সূত্রে আরও জানা যায়, ইতোমধ্যে বিভিন্ন বাজারে দেশীয় প্রচুর গরু মজুদ করেছে বিক্রেতারা। হাটগুলোতে ক্রেতা সাধারণের নিরাপত্তা জোরদারের পুলিশি টহল জোরদারের পাশাপাশি নতুন করে সাজানো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার কোরবানির পশুর হাট জমতে পারে বলে আশা প্রকাশ করেন ইজারাদারগণ। এবারে ইজারা সহনীয় পর্যায়ে রাখতে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা দৈনিক সকালের সময়কে জানান, প্রতিটি পশুর হাটে আমাদের নিরাপত্তা শতভাগ জোরদার থাকবে। সকল ইজারাদারকে নির্দেশ দেয়া হয়েছে কোন ছিনতাইকারী, মলমপার্টি ইত্যাদি দেখলে আমাদের সাথেসাথেই জানানোর জন্য। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন