ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন কোহলি!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২১ দুপুর ২:৫২

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে এবং টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব ছাড়বেন বিরাট কোহলি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমন তথ্যই প্রকাশ করে আসছে। তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি কোহলি।

মাহেন্দ্রা সিং ধোনির পর নিষ্ঠার সঙ্গে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করে আসছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। এবারে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে রবি শাস্ত্রীর শিষ্যরা। এরপরই নাকি সরে দাঁড়াবেন অধিনায়কত্ব থেকে।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, কোহলি ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে চান। সব সংস্করণে আবারও বিশ্বসেরা হতে চান ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। পাশাপাশি রোহিতের পাশে দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তো থাকছেনই!

বিসিসিআইয়ের সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘বিরাট নিজেই ঘোষনাটা দেবেন। সে এখন নিজের ব্যাটিংয়ের দিকে মনোযোগী হতে চাচ্ছে এবং যেটা তার সবসময়ের লক্ষ্য, বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়া- তা পূরণে এগিয়ে যাবে।’

এদিকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লে তার দায়িত্ব দলীয় ওপেনার রোহিত শর্মাকে দেওয়া হবে বলেও জানা যায়। তিনি নেতৃত্বে যেমন নিজের দক্ষতা দেখিয়েছেন, ব্যাট হাতেও তেমনি অসাধারণ ধারাবাহিক। সীমিত ওভারের পাশাপাশি সম্প্রতি টেস্টেও নিজের খেলা পরের ধাপে নিয়ে গেছেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।

উল্লেখ্য, বিরাট কোহলি এখন পর্যন্ত মোট ৯৫ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেন। তার অধীনে ৬৫ ওয়ানডে ও ২৯ টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে ভারত।

প্রীতি / প্রীতি

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন