ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

হারের পর আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৫-২০২৫ দুপুর ১:৩০

একদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বারবার আলোচনার কেন্দ্রে আসছে। একই সময়ে উল্টো পথে (অবনতি) হাঁটতে শুরু করেছে পুরুষ জাতীয় দল। সংযুক্ত আরব আমিরাতের পর এবার তারা পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হেরেছে। যদিও এখনও বাকি এক ম্যাচ। এরই মাঝে টানা দুই সিরিজ হেরে র‌্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে লিটন দাসের দলের।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গতকাল (৩০ মে) রাতে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ করেছে। যেখানে এক ধাপ অবনতির পর ১০–এ নেমে গেছে বাংলাদেশ। সম্প্রতি টি-টোয়েন্টি না খেললেও এক ধাপ উন্নতি হয়েছে আফগানিস্তানের। রশিদ খানের দলটির বর্তমান অবস্থান নবম।

এর আগে চলতি মে মাসের শুরুতে প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও একই অবনতি দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। গত বছরের শুরু থেকে খেলা ১১ ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে তারা। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিপাক্ষিক সিরিজ হারের পর সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিততে পারেনি কোনো ম্যাচ। সে কারণে বাংলাদেশ ৪ পয়েন্ট হারায়। ফলে বাংলাদেশকে দশে নামিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নয় নম্বর জায়গা দখল করে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে, টানা হারের কারণে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেটিং পয়েন্টও কমে গেছে। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। তাতে আগের মতোই ২২৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড। আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে টানা হারের পর টাইগাররা ৫ পয়েন্ট হারিয়েছে।

সংক্ষিপ্ত সংস্করণের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তাদের রেটিং ২৭১। এরপর শীর্ষ আটে যথাক্রমে অবস্থান করছে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯), ওয়েস্ট ইন্ডিজ (২৪৬), দক্ষিণ আফ্রিকা (২৪৫), শ্রীলঙ্কা ও পাকিস্তান (২২৯)।

এমএসএম / এমএসএম

১ বলে ২২ রান, সাকিবদের লিগে অবিশ্বাস্য ঘটনা!

অক্টোবরে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে খেলবে ব্রাজিল

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার

নেইমারকে ছাড়াই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি