‘আমাকে একা পেয়ে কেবিনে আসেন পরিচালক’
ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রী সুরভিন চাওলা অভিনীত কোর্টরুম ড্রামা ‘ক্রিমিনাল জাস্টিস ফোর’। ওয়েব সিরিজের প্রচারের সময় এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কিছু চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। তার শৈশবের শ্লীলতাহানির ঘটনা ও বলিউডে এসে কাস্টিং কাউচের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি।
এক সাক্ষাৎকারে সুরভিন জানান, নবম শ্রেণিতে পড়াকালীন সময়েই তিনি যৌন হেনস্তার শিকার হন। জানান,‘আমি বাড়ির বাইরে খেলছিলাম, তখন এক ব্যক্তি সাইকেলে করে এসে আমাকে ডাকেন। আমি এগিয়ে যেতেই দেখি, তিনি তার প্যান্ট থেকে কিছু একটা বের করে সাইকেলে বসেই হ*স্ত**** করতে থাকেন। আমি ভয় পেয়ে সোজা দৌড়ে বাড়ি ফিরে আসি।’
সুরভিন এও জানান, সে সময় তিনি ঠিক বুঝতে না পারলেও এ ধরনের অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়া দেয়। শুধু শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতাই নয়, বলিউডে পা রাখার পর কাস্টিং কাউচের শিকার হওয়ার কথাও জানিয়েছেন সুরভিন। জানান, মুম্বাইয়ে এক পরিচালকের সঙ্গে বৈঠকে গিয়ে যৌন হেনস্তার মুখে পড়েন। অভিনেত্রীর কথায়, ‘সেই পরিচালক আমার সঙ্গে অপেশাদারভাবে কথা বলছিলেন। এমনকি আমি বিবাহিত বলেও জানাই। মিটিং শেষ হওয়ার পর কেবিনের গেট পর্যন্ত এগিয়ে দেওয়ার সময় আমাকে একা পাওয়ার সুযোগে চুমু খাওয়ার চেষ্টা করেন। আমি সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিয়ে বেরিয়ে আসি।’
এই অভিজ্ঞতার প্রসঙ্গে সুরভিন বলেন, ‘অনেকে ভাবে কাজ পাওয়ার জন্য মেয়েরা সব কিছু মেনে নেয়। এটা পুরোপুরি ভুল ধারণা। এখন সময় এসেছে এই ধরনের ঘটনার বিরুদ্ধে মুখ খোলার।’
অভিনেত্রী আরও বলেন, ‘মেয়েদের সাহস করে এগিয়ে আসতে হবে, এবং অপরাধী যত বড়ই নামধারী হোক না কেন, তার মুখোশ খুলে দেওয়া।’
এমএসএম / এমএসএম
জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!