ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

একাত্তরের ব্যথা এখনও অনুভব করেন পাকিস্তানের প্রেসিডেন্ট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২৫ দুপুর ৪:৩১

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ওপর জোর দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। রোববার পাঞ্জাবের গভর্নর হাউসে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পাঞ্জাবের গভর্নর সরদার সালিম হায়দার ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি উপস্থিত ছিলেন। এ সময় উভয় দেশের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।  

বাংলাদেশের সঙ্গে চলমান টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রশংসা করেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের ক্রিকেট দল আমাদের দূত হিসেবে পাকিস্তান সফর করছে। তারাও এই সিরিজে উচ্চমানের পারফরম্যান্স দেখিয়েছে।

১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের কথা স্মরণ করে পাকিস্তানের এই প্রেসিডেন্ট বলেন, দুই দেশের ভাগ হয়ে যাওয়ার প্রত্যক্ষদর্শী প্রজন্মের সদস্য তিনি। আসিফ আলী জারদারি বলেন, আজকের প্রজন্ম সেই ব্যথা অনুভব করতে পারবে না। আমাদের সেই ক্ষত নিরাময় করা দরকার।

তিনি বাঙালি জাতির প্রশংসা করে বলেন, বাঙালিরা এক সময় এই অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাতারে ছিলেন। আমাদের উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং যৌথ পদক্ষেপ নিতে হবে; যা তাদের সমৃদ্ধি নিশ্চিত করে।

আসিফ আলী জারদারি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে একটি সফল রাষ্ট্র হিসাবে স্বীকৃত বাংলাদেশ। আল্লাহ পাকিস্তানের মতোই প্রাকৃতিক সম্পদ দিয়েছেন বাংলাদেশকেও। দুই  দেশের মাঝে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। উভয় দেশের তরুণ প্রজন্মের সম্পর্ক বৃদ্ধি করা দরকার এবং খেলাধুলা সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রের ক্ষেত্রে সেতুবন্ধন হিসাবে কাজ করে।

এমএসএম / এমএসএম

জাতীয় দলের নির্বাচক প্যানেলে আরও একজনকে নিচ্ছে বিসিবি

ইন্টার মিলানের হৃদয় ভেঙে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব

বিপিএলে দল নিতে আবেদন করেছে নোয়াখালী

পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার পর যা বললেন মেসি

অশ্রুসিক্ত চোখে নতুন ঠিকানায় পগবা

যে কারণে ক্লাব বিশ্বকাপে খেলেননি রোনালদো

বাহরাইনকে ৭ গোলে হারাল বাংলাদেশ

বিয়ের প্রতিশ্রুতিতে তরুণীকে নিপীড়নের অভিযোগ ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে

বাহরাইনের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বের সেরা পাঁচ লিগের অন্যতম সৌদি লিগ: রোনালদো

৪ বছর পর মেসির বকেয়া পারিশ্রমিক পরিশোধ করছে বার্সেলোনা

২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি

ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ