এক ছবিতেই সাত চরিত্রে ইধিকা পাল
প্রকাশ্যে এল টালিউডের নতুন ছবি ‘বহুরূপ’ এর পোস্টার। যেখানে নজর কেড়েছে অভিনেত্রী ইধিকা পালের লুক। অবাক করা বিষয় হলো, এই ছবিতে সাতটি রূপে সাতটি চরিত্রে দর্শক দেখতে পাবেন ইধিকাকে; সিনেমায় নায়িকার বিপরীতে থাকছেন সোহম চক্রবর্তী।
এই কাজ সম্পর্কে ইধিকা বলেছেন, ‘এই ছবি আমার কাছে অন্যরকম একটা ছবি। আমি এরকম কাজ এখনও করিনি। আমি সবসময় চাই এমন চরিত্রে অভিনয় করতে যাতে দর্শকের আগ্রহ বেশি থাকে। আমি প্রথম থেকেই ভাবছিলাম কীভাবে চরিত্রটা তুলে ধরব। তাই এটা আমার কাছে যতটাই আগ্রহের ছিল ততটাই চ্যালেঞ্জিং ছিল।’
ইধিকা বলেন, ‘আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই কাজটা করতে গিয়ে। সোহমদার মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এটা আমার সৌভাগ্য। তার কাছ থেকেও শিখেছি অনেক। এই ছবির পরিচালকও নতুন কিন্তু তা তার কাজে প্রকাশ পায়নি। বরং অভিজ্ঞ মনে হয় কাজের প্রতি তার নিষ্ঠা দেখে। আমরা সবাই কাজটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। এক্সপেরিমেন্টাল কাজ করেছি ছবির পুরো টিম। বাকিটা এবার দর্শক বলবে।’
ছোটপর্দায় কাজ দিয়ে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন ইধিকা। কয়েকটি ধারাবাহিকের পরেই সোজাসুজি কাজ করার সুযোগ পান বড়পর্দায়। শুধু তাই নয় কাজ করেছেন প্রথম ছবি থেকেই একের পর এক সুপারস্টারের সঙ্গে।
বর্তমানে দুই বাংলাতেই ইধিকার জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা করার পর বাংলাদেশে তার জনপ্রিয়তা। সম্প্রতি ঢালিউডে মুক্তি পাওয়া হিট সিনেমা ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে দর্শকের মন জয় করেছেন।
Aminur / Aminur
জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!