রংপুর মহানগরীর পার্কের মোড় থেকে সাতমাথা পর্যন্ত ড়ক বাতি স্থাপন
রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ডিপিপির অর্থায়নে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সড়ক বাতি স্থাপন প্রকল্পের আওতায় রংপুর সিটি কর্পোরেশন সড়ক বাতির প্যাকেজ নং-১-এর অধীনে রংপুর মহানগরীর পার্কের মোড় থেকে সাতমাথা পর্যন্ত এলইডি সড়ক বাতি স্থাপনের কাজ শেষ হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিট আলোকিত হয়ে ওঠে রংপুর-কুড়িগ্রাম সড়কের এলাকা।
সন্ধ্যায় নগরীর সাতমাথায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি থেকে সড়ক বাতির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডেক্স গ্রুপের ম্যানেজার ইঞ্জিনিয়ার তৌফিকউজ্জামান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ মো. মাহামুদুর রহমান টিটু, কাউন্সিলর মাহাবুবর রহমান মঞ্জু, মালেক নিয়াজ আরজু, মুক্তার হোসেন, রহমতুল্লা বাবলা প্রমুখ।
জামান / জামান