ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ভোটের ঢেউয়ে সাফল্যের গান: ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কাজল, সম্পাদক সাদ্দাম


৪ জুন ২০২৫, মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। প্রথমবারের মতো সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনলাইনে অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে।
 
সারাদেশ ও দেশের বাইরে থাকা সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই অনলাইন ভোটিং প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়, যা ছিল পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ। মোট ২৫১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
 
এই নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হন জহিরুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সাদ্দাম হোসেন বিশ্বাস। তাঁদের নেতৃত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও কার্যকরভাবে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পেশাগত নেটওয়ার্কিং এবং সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদস্যরা।
 
ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করে সভাপতি জহিরুল ইসলাম কাজল বলেন, "আমরা এখন পর্যন্ত ইইই বিভাগের ৯টি ব্যাচ সফলভাবে বের হয়েছি। এই এলামনাই পরিবারকে একত্রিত করে বিভাগের সার্বিক উন্নয়নের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার করছি। যারা পড়াশোনা  সমাপ্ত করে বেরিয়ে যাবেন, তাদের জন্য সরকারি ও বেসরকারি চাকরি ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করব। যারা ইতোমধ্যেই চাকরিতে রয়েছেন, তারা জুনিয়রদের যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।"
 
এছাড়া নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি: শুভ বিশ্বাস (সেশন: ২০১২-১৩), যুগ্ম সম্পাদক: আবু রায়হান (সেশন: ২০১৩-১৪), সাংগঠনিক সম্পাদক: মিজানুর রহমান (হিমেল) (সেশন: ২০১৪-১৫) ও সাদিয়া শফিক সুরভী (সেশন: ২০১১-১২), কোষাধক্ষ্য: মো: রুবেল মিয়া (সেশন: ২০১৪-১৫), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুজ্জামান (সেশন: ২০১৫-১৬) ও সোনিয়া ইয়াসমিন (সেশন: ২০১৫-১৬), গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক রাগীব রাইয়্যান (সেশন: ২০১৭-১৮), দপ্তর সম্পাদক জসিম উদ্দিন (নিলয়) (সেশন: ২০১৪-১৫), কল্যাণ সম্পাদক সাব্বির হোসাইন সানি (সেশন: ২০১৪-১৫), তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজমুল আলম মুন্না (সেশন: ২০১৭-১৮), শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক সন্দীপ দেবনাথ (সেশন: ২০১২-১৩)। 
এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান জুনায়েদ (সেশন ২০১১-১২), আল নবী রিফাত (সেশন ২০১৫-১৬), আরিফুল ইসলাম (আরিফ) (সেশন ২০১৬-১৭), হাসিবুল হাসান হিমেল (সেশন ২০১৬-১৭), ইমরান হোসেন (সেশন ২০১৬-১৭) ও বাবলু মিয়া (সেশন ২০১৭-১৮)।
 
উল্লেখ্য, নির্বাচনটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, প্রার্থী এবং অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। 

এমএসএম / এমএসএম

শেকৃবিতে পরীক্ষা না দিয়েও পাশ: সাংবাদিকদের হস্তক্ষেপে ফলাফল সংশোধন

ইবিতে সমকামিতার অভিযোগে শিক্ষক বরখাস্ত

চাকসুর নাম 'জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার' রাখলো চবি শিক্ষার্থীরা

দ্রত সময়ে টিএসসি স্থাপনসহ ৭ দফা দাবিতে চবি শিবিরের সংবাদ সম্মেলন

চাকরীর নামে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বরখাস্ত চবির অফিস সহকারী

খাবারের মান যাচাইয়ে ক্যান্টিনে ডিআইইউ প্রক্টোরিয়াল টিমের অভিযান

ডিআইইউ-তে "বিল্ডিং ইনফরমেশন মডেলিং" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

চবি হিস্ট্রি ক্লাবের নেতৃত্বে মাহিম-জোবায়েদ

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইবিতে সেশনজট নিরসনে ভিসির মতবিনিময়

সাপ, মশা আর দুর্গন্ধের সঙ্গে শিক্ষার্থীদের যুদ্ধ

বিশ্ববিদ্যালয়ের বাসে মাওয়া ভ্রমণ, আপত্তি অন্য রাজনৈতিক দলের, এনসিপি নেতা আশিকের রাজনৈতিক প্রভাব?