নাগরপুরে রাতের আঁধারে দুর্বৃত্তদের আগুন, তিন পরিবারে দেড় লক্ষ টাকার ক্ষতি

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাষঘুনিপাড়া গ্রামে দুর্বৃত্তরা গভীর রাতে তিনটি বাড়িতে আগুন দিয়েছে। এ ঘটনায় প্রায় দেড় লক্ষ টাকার খড় পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গ্রামের মোঃ ইমরান হোসেন (পিতা রাজ্জাক মন্ডল), আনোয়ার শেখ (পিতা কাদের শেখ) ও সেলিম মন্ডল (পিতা মনছের মন্ডল)-এর বাড়িতে দুর্বৃত্তরা হঠাৎ করে চারটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়।
ক্ষতিগ্রস্ত ইমরান হোসেন জানান, আগুনের তীব্র তাপে তার ঘুম ভেঙে গেলে দ্রুত নাগরপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে। তবে বাড়ির কাছাকাছি ব্রিজ নির্মাণ কাজ চলমান থাকায় গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
পরে এলাকাবাসী ও প্রতিবেশীদের প্রচেষ্টায় দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে তিন পরিবারের খড়ের গাদাগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খাষঘুনিপাড়া গ্রামের বাসিন্দারা জানান, তারা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের বেলা প্রশাসনের টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা,
এ বিষয়ে নাগরপুর থানায় অভিযোগ দায়ের করা হবে।
স্থানীয়রা ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ করছেন। ঘটনার তদন্ত ও দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
