পবিপ্রবিতে ছাত্রশিবিরের কুরবানির মাংস বিতরণ ও শিক্ষার্থীদের নিয়ে প্রীতিভোজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে কুরবানির মাংস বিতরণ ও শিক্ষার্থীদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (৯ জুন), ঈদের শেষ দিনে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে গরু ও ছাগল কুরবানি দেওয়া হয়। পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী ১৫২ জন এবং তালিকার বাইরে থাকা আরও ২৫ জনের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। মুসলিম শিক্ষার্থীদের মাঝে গরুর মাংস এবং ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে ছাগলের মাংস বিতরণ করা হয়। একইসঙ্গে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয় প্রীতিভোজ, এবং ডিউটিরত নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যদের জন্য ছিল আলাদা নাশতার ব্যবস্থা।
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, গ্রীণ ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরের পবিপ্রবি শাখার সভাপতি মোঃ জান্নাতীন নাঈম জীবন বলেন, “প্রতিবছরের ধারাবাহিকতায় আমরা এবারও কুরবানি, মাংস বিতরণ এবং প্রীতিভোজ আয়োজন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আগে নানা প্রতিবন্ধকতায় এই কর্মসূচির খবর প্রচার করতে পারিনি, তবে আমরা আশা করি সামনে এই আয়োজন আরও বড় পরিসরে করতে পারব।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “ছাত্রশিবিরের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় ভালো কাজের পক্ষে। এমন আয়োজন আমাদেরই করা উচিত ছিল। আগামীবার প্রশাসনের পক্ষ থেকেও এমন উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”
অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ বলেন, “কুরবানির শিক্ষায় রয়েছে ত্যাগের অনন্য শিক্ষা। পরিবার থেকে দূরে থেকেও শিক্ষার্থীদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এই ইতিবাচক ধারাবাহিকতা যেন বজায় থাকে, এটাই প্রত্যাশা।”
এমএসএম / এমএসএম

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
