ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

‘আমাদের সন্তান সবচেয়ে সৌভাগ্যবান’, জন্মের আগেই বললেন হবু মা কিয়ারা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২৫ দুপুর ৩:৩২

মা হতে চলেছেন কিয়ারা আদবানি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন বলিউড অভিনেত্রী। বাবা দিবসে নিজের বাবা, শ্বশুর এবং স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন কিয়ারা।

সেখানেই নিজের অনাগত সন্তানকে ‘সবচেয়ে সৌভাগ্যবান’ বলে উল্লেখ করেন তিনি।

রোববার (১৬ জুন) সকালে নিজের বাবা, শ্বশুর ও স্বামীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যার ক্যাপশনে প্রথমে বাবাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “যে ব্যক্তি আমাকে ধৈর্য, শক্তি এবং অনন্ত ভালোবাসা দিয়ে বড় করেছেন, তিনিই আমার প্রথম নায়ক এবং সম্ভবত তিনিই একমাত্র ব্যক্তি যিনি আমার ফোন একবার বাজামাত্রই ধরে ফেলেন।” 

এরপর শ্বশুরের ছবির ক্যাপশনে কিয়ারা লেখেন, “যিনি আমার স্বামীকে একজন সত্যিকারের মানুষের মতো মানুষ করে তুলেছেন।”

এতগুলো ভালো মানুষের মাঝে তার সন্তান জন্ম নেবে, যে কারণে নিজের অনাগত সন্তানকে সবচেয়ে ‘সৌভাগ্যবান’ বলে মনে করছেন অভিনেত্রী।  

স্বামী সিদ্ধার্থের ছবির ক্যাপশনে হবু মা কিয়ারা লেখেন, “আমার স্বামী, যিনি বাবা হতে চলেছেন, আমি জানি আমাদের সন্তান সবচেয়ে সৌভাগ্যবান।” 

এর আগে মা দিবসে কিয়ারাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সিদ্ধার্থ। এবার বাবা পাল্টা আবেগে ভাসলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হলেও থেমে নেই কিয়ারা। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নজরকাড়া সাজে হাজির হন তিনি। মাতৃত্বকালীন সময়েও তার আত্মবিশ্বাস এবং সৌন্দর্য মুগ্ধ করেছে অনুরাগীদের।

এদিকে সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, রাম চরণ এবং তার স্ত্রী উপাসনা তাকে বিশেষ উপহার হিসেবে ঘরোয়া আম, লেবু এবং নানা স্বাদের আচার পাঠিয়েছেন। সেই আচারের স্বাদে এখন বেশ মজে আছেন কিয়ারা। এখন শুধু অপেক্ষা, কবে পৃথিবীর আলো দেখবে কিয়ারা-সিদ্ধার্থের সন্তান।

এমএসএম / এমএসএম

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা

যে কারণে থালাপতি বিজয় হতে পারলেন না মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা

হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা