‘হিরামান্ডি’ ব্লকবাস্টার হিট, তাও কাজ পাচ্ছেন না অদিতি
হিন্দি ওয়েব সিরিজের মধ্যে অন্যতম দর্শকপ্রিয় ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। এই পিরিয়ড ড্রামায় অনবদ্য অভিনয়ের জন্য বিপুল প্রশংসা কুড়ান অদিতি রাও হায়দারি। কিন্তু এই সাফল্য এখনও পর্যন্ত নতুন কোনো কাজ দিতে পারেনি অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, নতুন কোনো ছবির বা শো-এর প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন অদিতি।
সেই সাক্ষাৎকারে বেশ খোলামেলাই আলোচনা করেন অদিতি। বিনোদন জগতে নারীদের জন্য কাজ পাওয়ার অসুবিধা, সুযোগের সীমাবদ্ধতা এবং তার পরিপ্রেক্ষিতে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অভিনেত্রী।
অদিতি বলেন, ‘হিরামান্ডি আমাকে প্রচুর ভালোবাসা, প্রশংসা দিয়েছে। কিন্তু সত্যি বলতে, এখনও পর্যন্ত আমি কোনও নতুন কাজের ডাক পাইনি। আমি এখনও অপেক্ষা করছি।’
লিলির সঙ্গে কথোপকথনে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ— নারী-কেন্দ্রিক গল্পগুলোকে ইন্ডাস্ট্রিতে এখনো ‘ব্যতিক্রম’ হিসেবেই দেখা হয়। এই বক্তব্যের সঙ্গে সহমত জানিয়ে অদিতি বলেন, ‘হ্যাঁ, আপনি একদম ঠিক বলছেন। এমন সফল নারী-কে
ন্দ্রিক কনটেন্টের পরও যখন এর ধারাবাহিকতা থাকে না, তখন মনে হয় আমরা আসলে কতটা এগোতে পেরেছি?’
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্স সিরিজ ‘হিরামান্ডি’ তে অদিতির পাশাপাশি ছিলেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন সেগাল এবং তাহা শাহ বদুশার মতো তারকারা। বানসালির ঐতিহাসিক কারিগরি নির্মাণশৈলী, চিত্রনাট্য, সংগীত এবং কস্টিউমে মুগ্ধ হয়েছিল দর্শকমহল।
Aminur / Aminur
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!
অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?