ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

‘যথেষ্ট ভাগ্যবান যে ভূত দেখিনি’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ৪:৩৭

হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটি (আরএফসি) ভৌতিক স্থান বলে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কাজল। সম্প্রতি তার আসন্ন ভৌতিক সিনেমা ‘মা’-এর প্রচারণার সময় এক সাক্ষাৎকারে তিনি আরএফসিকে ‘ভৌতিক’ বলে মন্তব্য করেন। এরপরই নেটিজেনরা তাকে নিয়ে কটাক্ষ শুরু করেন।

কাজল সাক্ষাৎকারে বলেন, ‘আমি একাধিকবার এটি অনুভব করেছি। একে নেতিবাচক শক্তি বা ভাইবস বলুন তবে কখনো কখনো আপনি যখন কোনো জায়গায় যান, তখন আপনার মনে হয় যে কিছু ঠিক নেই। আমি এমন জায়গায় শুটিং করেছি যেখানে আমি সারা রাত ঘুমাতে পারিনি। যেখানে আমার মনে হয়েছে আমি যদি এই জায়গা ছেড়ে যেতে পারি তবে ভালো হবে।’

তিনি রামোজি ফিল্ম সিটির প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘এরকম অনেক জায়গা আছে। একটি প্রধান উদাহরণ হায়দরাবাদের রামোজি রাও স্টুডিও, যা বিশ্বের সবচেয়ে ভৌতিক জায়গাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। যদিও আমি যথেষ্ট ভাগ্যবান যে কিছুই (ভূত) দেখিনি।’

কাজলের এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তাকে নিয়ে নানা কটাক্ষ করতে শুরু করেন। একজন লিখেছেন, ‘কাজলের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, যদি রামোজি ফিল্ম সিটি সত্যিই ভৌতিক হতো, তবে প্রতি বছর লক্ষ লক্ষ লোক এটি দেখতে আসতো না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘২০২৫ সালেও ভূত বেঁচে আছে? কোনোভাবেই না।’

প্রসঙ্গত, ১,৬৬৬ একর জমির ওপর নির্মিত রামোজি ফিল্ম সিটিতে ৪৭টি সাউন্ড স্টেজ রয়েছে এবং এটি বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র স্টুডিও হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধারণ করে। কাজলই প্রথম তারকা নন যিনি রামোজি ফিল্ম সিটি নিয়ে এমন মন্তব্য করেছেন।

এমএসএম / এমএসএম

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা

যে কারণে থালাপতি বিজয় হতে পারলেন না মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা

হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা