ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

দুর্ভাগ্যের শিকার মুশফিক, বৃষ্টি নামার আগে বড় লিড বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ১২:৫২

গল টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসের পরিস্থিতি ঠিক অনুরূপ না হলেও, এবারও বড় লিডের গুরুভারটা এই দুজনই কাঁধে নিয়েছিলেন। তবে দুর্ভাগ্যের রানআউটে ৪৯ রানে ফিরতে হলো মুশফিককে। অন্যদিকে, টাইগার অধিনায়ক শান্ত টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পথে আছেন। তার অপরাজিত ৮৯ রানে ভর করে বাংলাদেশের লিড এখন ২৪৭ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে প্রায় নিশ্চিত ড্রয়ের পথে থেকে আজ (শনিবার) পঞ্চম দিনে খেলতে নেমেছে বাংলাদেশ। মুশফিকের আউটের পরপরই শুরু হয়েছে বৃষ্টি। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। এর সঙ্গে যোগ হয়েছে প্রথম ইনিংসে পাওয়া ১০ রানের লিড।

মুশফিকের রান আউটে যেমন দুর্ভাগ্যকে দায় দেওয়া যায়, তেমনি আত্মাহুতিও বলা যেতে পারে মিস্টার ডিফেন্ডেবলের। ৭৬ ওভারে প্রবাথ জয়সুরিয়ার একেবারে শেষ ডেলিভারি মিড অনে ঠেলে দিয়ে তিনি দ্রুত এক রান নিতে চেয়েছিলেন। প্রায় পৌঁছেও গিয়েছিলেন নন-স্ট্রাইক প্রান্তে। কিন্তু তার ব্যাট দাগ পেরোনোর আগেই থারিন্দু রত্ননায়েকের সরাসরি থ্রো স্টাম্প ভেঙে দেয়। ফলে এক রানের জন্য ফিফটি পাওয়া হয়নি তার।

১০২ বলে ৪টি চারের বাউন্ডারিতে ৪৯ রান করলেন মুশফিক। শান্ত ১৬৮ বলে ৯টি চারের সাহায্যে ৮৯ রানে অপরাজিত আছেন। আজ সেঞ্চুরি পেলে টানা তিন অঙ্কের ম্যাজিক ফিগার নিয়ে কিংবদন্তিদের কাতারে প্রবেশ করবেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে চতুর্থ দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে আউট হয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম (৭৬)। এরপর প্রথম ইনিংসের মতো ১১১ রানের জুটি গড়েন শান্ত-মুশফিক।

এমএসএম / এমএসএম

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত