ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

১০ জন নিয়েও পাচুকার বিপক্ষে দুর্দান্ত রিয়াল মাদ্রিদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ১১:২৩

ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। সরাসরি লাল কার্ডে মাঠ ছাড়তে বাধ্য হন রাউল অ্যাসেন্সিও। স্বাভাবিকভাবেই এরপরের সময়টায় লস ব্লাঙ্কোসদের ওপর আক্রমণের ছড়ি ঘুরিয়েছে প্রতিপক্ষ পাচুকা। কিন্তু রিয়ালের গোলবারে ছিলেন থিবো কর্তোয়া। ক্লাব বিশ্বকাপের রেকর্ড ১০ সেইভ করে ম্যাচটা দলের পক্ষে এনেছেন এই বেলজিয়ান। 
সঙ্গে জ্যুড বেলিংহাম, আর্দা গুলের এবং ফেদেরিক ভালভার্দের তিন গোল নিশ্চিত করেছে রিয়ালদের দারুণ এক জয়। নর্থ ক্যারোলাইনার শার্লটে রোববার ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। পাচুকার একমাত্র গোলটি করেন এলিয়াস মন্তিয়েল।
এই ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন আলোন্সো। আসরে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ ড্র করেছিল রিয়াল।
অসুস্থতার কারণে কিলিয়ান এমবাপেকে এই ম্যাচেও পায়নি রিয়াল। শুরুটাও ছিল ভুলে ভরা। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে সপ্তম মিনিটে বক্সের বাইরে প্রতিপক্ষের সালোমন রনডোনকে পেছনে থেকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন সেন্টার-ব্যাক রাউল আসেন্সিও।
প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে চাপ বাড়ায় পাচুকা। করতে থাকে একের পর এক আক্রমণ। তবে কর্তোয়ার কাছে সব প্রচেষ্টাই ছিল ব্যর্থ। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে এনে ম্যাচে ফেরে রিয়াল। ৩৫ মিনিটে লিডও তারা নিয়ে ফেলে বেলিংহামের কল্যাণে। ভিনিসিউসের পাস থেকে আসে তার গোল। 
সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে তারা। ডান দিক থেকে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে গন্সালো গার্সিয়া বল দেন আর্দা গুলেরকে। নিচু শটে গোলটি করেন তুরস্কের তরুণ মিডফিল্ডার।
৭০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে রিয়ালকে পুরোদমে স্বস্তি এনে দেন ভালভার্দে। ব্রাহিম দিয়াজের দারুণ ভলিতে বল জালে পাঠান উরুগুয়ের তারকা। পাচুকার হয়ে ৮০তম মিনিটে ব্যবধান কমান মন্তিয়েল। তবে সেখান থেকে ম্যাচে ফেরা হয়নি তাদের। মেক্সিকান দলটি হেরে যায় ৩-১ গোলে।
২ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। ৩ পয়েন্ট নিয়ে রেড বুল সালসবুর্গ দুইয়ে, ১ পয়েন্ট নিয়ে আল হিলাল তিনে আছে। এই দুই দল অবশ্য ম্যাচ খেলেছে একটি করে। দুটিই হেরে বিদায় নিশ্চিত পাচুকার।

 

Aminur / Aminur

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত