ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

টি-টোয়েন্টি সিরিজে সাইফুদ্দিনকে দলে নেওয়ার জোরালো দাবি


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৪-৬-২০২৫ বিকাল ৫:১৯

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে সাইফুদ্দিনকে দলে নেওয়ার জোরালো দাবি জানাচ্ছে চট্টগ্রামের ক্রিকেট ভক্তরা। সম্প্রতি টি-টোয়েন্টিতে আরব আমিরাতের সাথে সিরিজ হার ও পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে পরিবর্তনের ইঙ্গিত ছিল বিসিবির। সাইফুদ্দিনের কাছে বাংলাদেশ দলের প্রত্যাশা ছিল পাহাড়সম। তবে ইনজুরির কারনে তিনি দল থেকে বারবার ছিটকে গেছেন। তের মাস জাতীয় দলের বাইরে থাকা সাইফুদ্দিনের এবার দম ফেলার ফুসরত নেই, শ্রীলঙ্কার বিপক্ষে  টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন চট্টগ্রামে। 

চট্টগ্রামে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে দুর্দান্ত ব্যাটিং করেন মোহাম্মদ সাইফউদ্দিন, মাত্র ৩৩ বলে ৫৮ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তার উইলো থেকে আসে দৃষ্টিনন্দন তিনটি চার ও চারটি ছক্কা। এতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে নেওয়ার জোরালো দাবি জানাচ্ছে চট্টগ্রামের ক্রিকেট ভক্তরা। 
তারা আরো বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে সাইফুদ্দিনের মতো একজন পেস বোলিং অলরাউন্ডার দলের জন্য খুবই প্রয়োজনীয়। তিনি দলের বোলিং আক্রমণকে শক্তিশালী করার পাশাপাশি ব্যাটিংয়েও কার্যকরী ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে ডেথ ওভারে তার ইয়র্কার এবং বৈচিত্র্যময় বোলিং প্রতিপক্ষের জন্য হুমকি হতে পারে। দলের প্রয়োজনে ঝড়ো ব্যাটিং করে রান তুলতে পারেন, এবং তার ক্ষিপ্র ফিল্ডিং দলের জন্য অতিরিক্ত রান আটকানোর ক্ষেত্রে সহায়ক। 

ভক্তরা মনে করেন,সাম্প্রতিক সময়ে তার ফিটনেসও আগের চেয়ে ভালো, তাই সাইফুদ্দিনের মতো একজন ক্রিকেটার দলের ভারসাম্য রক্ষা করতে পারে। সদ্য ডিপিএলে ১৪টা ম্যাচ খেলেছে,ফিটনেস ভাল না হলে এতগুলো ম্যাচ খেলা যায়না।

ভক্তদের দাবির প্রেক্ষিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে সাইফুদ্দিনের দলে ফেরার সুযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন,প্রেসমিট ছাড়া ওয়ান টু ওয়ান এসব বিষয়ে কথা বলার বিসিবির নিষেধাজ্ঞা আছে,তারপরও তিনি বলেন, শ্রীলঙ্কার কন্ডিশন ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে আগামী সপ্তাহে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হবে। 

এমএসএম / এমএসএম

৩৭ ফাউলের ম্যাচে ২ লাল কার্ড, সেমিফাইনালে আর্জেন্টিনা

এস্তোনিয়াকে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালি

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমবাপ্পেকে হারাল ফ্রান্স

আর্জেন্টিনার ম্যাচের মাঝেই মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

অনারম্বর আনুষ্ঠানিকতায় ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হচ্ছে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

হামজাকে অধিনায়ক ও দলে মনোবিদ নিয়োগের পরামর্শ আমিনুলের

যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের, প্রশ্ন নাঈম শেখের

ভেনেজুয়েলাকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার

আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক