ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

কলম্বো টেস্টে বাংলাদেশের একাদশ নিয়ে ধারণা দিলেন কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২৫ বিকাল ৫:৪২

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে মিরাজ না থাকায় তার জায়গায় সুযোগ পাওয়া স্পিনার নাঈম হাসান সুযোগ পেয়েই ৬ উইকেট শিকার করেছেন। এবার শেষ টেস্টে ফিরছেন মিরাজ তাহলে কী একাদশে থাকবেন নাঈম। এদিকে প্রধান কোচ ফিল সিমন্স দারুণ উচ্ছ্বসিত মিরাজকে নিয়ে।

ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘মিরাজ যে কাল খেলবে এটা আপনি নিশ্চিত দেখছি (হাসি)। সে এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। ওর অন্তর্ভুক্তি ব্যাটে-বলে দলের শক্তি বাড়াবে। মিরাজের যা কাজ তা তো সে করবেই। তবে বাকিদেরও দায়িত্ব নিতে হবে।’

পরে নাঈম একাদশে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেছেন, ‘উইকেট যেমনই হোক প্রথমে মানিয়ে নিতে হবে। গলে দারুণ বল করেছে নাঈম। তাকে একাদশে না রাখাটা কঠিন। দলের জন্য যেটা সেরা সেই সিদ্ধান্তই নিব। দল ভালো আছে। প্রস্তুতি বেশ ভালো। ঢাকাতেই ওরা ভালো প্রস্তুতি নিয়ে নিয়েছে। মানসিকভাবেও ভালো আছে।’

গলের আত্মবিশ্বাস কলোম্বোতে কাজে লাগাতে সিমন্স, ‘গত ম্যাচ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম টেস্টে আমরা একটু স্লো থাকি। তবে এবার আমরা শুরু থেকেই ভালো করেছি। এটা দলের সবাইকে আত্মবিশ্বাস দিচ্ছে। সবাই নিজেদের সামর্থ্য ও সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় টেস্টে নামছে।’

পরে কলম্বোর উইকেট নিয়ে সিমন্স বলেছেন, ‘উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। আজ এখনও দেখিনি, গতকাল দেখেছি। ভালো উইকেটই ছিল। কাল এসে আমরা গলের মতোই যত বেশি সম্ভব হার্ড খেলার চেষ্টা করব। আমাদের আগের লেভেলে থাকতে হবে কিংবা আরও ভালো খেলতে হবে।’

দলের একাদশ প্রসঙ্গে সিমন্স জানিয়েছেন, ‘এটা (দলের কম্বিনেশন) খেলার আগে ঠিক করব। কাল উইকেট দেখার ওপর নির্ভর করবে ৩ স্পিনার নাকি ৩ সিমার।’

এমএসএম / এমএসএম

কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ

এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল

বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ

অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা

আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও

বাংলাদেশের টেস্ট অধিনায়ক হওয়ার প্রশ্নে যা বললেন লিটন

এল ক্লাসিকো : উত্তাপ ছড়িয়ে মাঠে নামছে রিয়াল-বার্সা

৯৫০ গোলের মাইলফলক ছুঁলেন রোনালদো

লিভারপুলের দুর্দশা চলছেই, এবার হারলো ব্রেন্টফোর্ডের কাছে

বিশ্বকাপের মাঝেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের শ্লীলতাহানি, যা বলছে ভারত

জয়হীন বিশ্বকাপ শেষে আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান অধিনায়ক