ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

জবিতে প্রাইম ব্যাংকের ক্যারিয়ার ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেমিনার


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ১২:১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রাইম ব্যাংক পিএলসি’র উদ্যোগে ক্যারিয়ার ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ থিমের অধীনে ‘এনগেইজিং এন্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের যৌথ আয়োজক হিসেবে ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনর ১২১৮ নং কক্ষে এই সেমিনার আয়োজিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ১শত ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকিং ব্যবস্থার সার্বিক বিষয়ে একটি প্রাথমিক ধারণা লাভ করেন। উক্ত সেমিনারটি পরিচালনা করেন প্রাইম ব্যাংক পিএলসি'র ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রাধান এম এম মাহবুব হাসান। সেমিনারে তিনি ব্যাংকিং কার্যক্রমে সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার সুবিধা ও গুরুত্ব এবং দেশের আর্থিক খাতে প্রাইম ব্যাংকের অবদান সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেন। শিক্ষার্থীদের আর্থিক জ্ঞানের উপর গুরুত্বারোপ ও তাদের ভবিষ্যত গঠনে সেভিংসের প্রতি মনোযোগ আকর্ষণ করেন। এছাড়া বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের প্রায় ৪ কোটি ৬০ লাখ ইয়ুথদের অবস্থান ও অবদান, তাদের আর্থিক জ্ঞানের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপসহ ইয়ুথদের স্কিল ডেভেলপমেন্টের উপর অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। এসময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের জন্য প্রাইম ব্যাংকের পূর্ণাঙ্গ সেবা ‘প্রাইমএকাডেমিয়া’র বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও তুলে ধরেন। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ গঠন বিষয়ক বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে নিজের দীর্ঘ কর্ম অভিজ্ঞতার আলোকে পরামর্শমূলক উত্তর দেন।  অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্বে ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।

এমএসএম / এমএসএম

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা