ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

শান্ত-বিজয়দের হিমশিম খাওয়া পিচে অনায়াসে রান তুলছে লঙ্কানরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ৩:২

দেড়দিনও খেলতে পারেনি বাংলাদেশ। কলম্বোর সিরিজ নির্ধারণী টেস্টে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় দিনে মাত্র তারা মাত্র পৌনে এক ঘণ্টা টিকতে পেরেছে। যে পিচে শান্ত-মুশফিকরা হিমশিম খেয়েছেন, সেখানে অনায়াসেই রান তুলছে স্বাগতিক শ্রীলঙ্কা। রিভিউ’র মাধ্যমে তাইজুল ইসলাম এক উইকেট নিলেও ইতোমধ্যেই তারা ১৩৯ রান সংগ্রহ করেছে।

আগেরদিন ৮ উইকেটে ২২০ রান করা বাংলাদেশ আজ (বৃহস্পতিবার) আর ২৭ রান যোগ করতেই বাকি দুই ব্যাটারকে হারায়। এরপর লঙ্কানরা প্রথম ইনিংসে শুরুটা পেয়েছে উড়ন্ত গতিতে। শুরুতে দুই লঙ্কান ওপেনার লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা ব্যাট চালিয়েছেন ওয়ানডে মেজাজে। মাঝে তাইজুল কিছুটা লাগাম পরালেও, পুরো নিয়ন্ত্রণ নিতে পারেননি। ইতোমধ্যে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান নিশাঙ্কা।

মধ্যাহ্ন বিরতির আগে শ্রীলঙ্কা ২১ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৮৩ রান তুলে নেয়। ওই সময়েই নিশাঙ্কা পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি। এই মুহূর্তে তিনি ৬৮ রানে ক্রিজে অপরাজিত আছেন। তার সঙ্গে অপর অপরাজিত অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল করেছেন ৩০ রান। ফলে বাংলাদেশের নেওয়া পুঁজির চেয়ে এখন ১০৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

এর আগে হতাশাজনক প্রথম সেশন শেষে বাংলাদেশ উইকেটের দেখা পায় রিভিউ’র বদৌলতে। ২৪তম ওভারে তাইজুলের বল লাহিরু উদারার প্যাডে আঘাত করলে জোরালো আবেদনেও সাড়া দেননি আম্পায়ার। ডিআরএসে দেখা যায়, ব্যাটে নয় বল আঘাত করেছে লঙ্কান ওপেনারের প্যাডে। স্টাম্পের লাইনেও ছিল বল। ফলে বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। উদারা ফেরেন ব্যক্তিগত ৪০ রানে, আর লঙ্কানদের প্রথম উইকেট পড়ে ৮৮ রানে।

এমএসএম / এমএসএম

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত