শান্ত-বিজয়দের হিমশিম খাওয়া পিচে অনায়াসে রান তুলছে লঙ্কানরা
দেড়দিনও খেলতে পারেনি বাংলাদেশ। কলম্বোর সিরিজ নির্ধারণী টেস্টে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় দিনে মাত্র তারা মাত্র পৌনে এক ঘণ্টা টিকতে পেরেছে। যে পিচে শান্ত-মুশফিকরা হিমশিম খেয়েছেন, সেখানে অনায়াসেই রান তুলছে স্বাগতিক শ্রীলঙ্কা। রিভিউ’র মাধ্যমে তাইজুল ইসলাম এক উইকেট নিলেও ইতোমধ্যেই তারা ১৩৯ রান সংগ্রহ করেছে।
আগেরদিন ৮ উইকেটে ২২০ রান করা বাংলাদেশ আজ (বৃহস্পতিবার) আর ২৭ রান যোগ করতেই বাকি দুই ব্যাটারকে হারায়। এরপর লঙ্কানরা প্রথম ইনিংসে শুরুটা পেয়েছে উড়ন্ত গতিতে। শুরুতে দুই লঙ্কান ওপেনার লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা ব্যাট চালিয়েছেন ওয়ানডে মেজাজে। মাঝে তাইজুল কিছুটা লাগাম পরালেও, পুরো নিয়ন্ত্রণ নিতে পারেননি। ইতোমধ্যে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান নিশাঙ্কা।
মধ্যাহ্ন বিরতির আগে শ্রীলঙ্কা ২১ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৮৩ রান তুলে নেয়। ওই সময়েই নিশাঙ্কা পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি। এই মুহূর্তে তিনি ৬৮ রানে ক্রিজে অপরাজিত আছেন। তার সঙ্গে অপর অপরাজিত অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল করেছেন ৩০ রান। ফলে বাংলাদেশের নেওয়া পুঁজির চেয়ে এখন ১০৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
এর আগে হতাশাজনক প্রথম সেশন শেষে বাংলাদেশ উইকেটের দেখা পায় রিভিউ’র বদৌলতে। ২৪তম ওভারে তাইজুলের বল লাহিরু উদারার প্যাডে আঘাত করলে জোরালো আবেদনেও সাড়া দেননি আম্পায়ার। ডিআরএসে দেখা যায়, ব্যাটে নয় বল আঘাত করেছে লঙ্কান ওপেনারের প্যাডে। স্টাম্পের লাইনেও ছিল বল। ফলে বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। উদারা ফেরেন ব্যক্তিগত ৪০ রানে, আর লঙ্কানদের প্রথম উইকেট পড়ে ৮৮ রানে।
এমএসএম / এমএসএম
এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল
বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ
অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা
আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও
বাংলাদেশের টেস্ট অধিনায়ক হওয়ার প্রশ্নে যা বললেন লিটন
এল ক্লাসিকো : উত্তাপ ছড়িয়ে মাঠে নামছে রিয়াল-বার্সা
৯৫০ গোলের মাইলফলক ছুঁলেন রোনালদো
লিভারপুলের দুর্দশা চলছেই, এবার হারলো ব্রেন্টফোর্ডের কাছে
বিশ্বকাপের মাঝেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের শ্লীলতাহানি, যা বলছে ভারত
জয়হীন বিশ্বকাপ শেষে আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান অধিনায়ক
‘ছেলেদের আগে বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ জিতবে’
এল ক্লাসিকোয় তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না বার্সেলোনা