ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

শান্ত-বিজয়দের হিমশিম খাওয়া পিচে অনায়াসে রান তুলছে লঙ্কানরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ৩:২

দেড়দিনও খেলতে পারেনি বাংলাদেশ। কলম্বোর সিরিজ নির্ধারণী টেস্টে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় দিনে মাত্র তারা মাত্র পৌনে এক ঘণ্টা টিকতে পেরেছে। যে পিচে শান্ত-মুশফিকরা হিমশিম খেয়েছেন, সেখানে অনায়াসেই রান তুলছে স্বাগতিক শ্রীলঙ্কা। রিভিউ’র মাধ্যমে তাইজুল ইসলাম এক উইকেট নিলেও ইতোমধ্যেই তারা ১৩৯ রান সংগ্রহ করেছে।

আগেরদিন ৮ উইকেটে ২২০ রান করা বাংলাদেশ আজ (বৃহস্পতিবার) আর ২৭ রান যোগ করতেই বাকি দুই ব্যাটারকে হারায়। এরপর লঙ্কানরা প্রথম ইনিংসে শুরুটা পেয়েছে উড়ন্ত গতিতে। শুরুতে দুই লঙ্কান ওপেনার লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা ব্যাট চালিয়েছেন ওয়ানডে মেজাজে। মাঝে তাইজুল কিছুটা লাগাম পরালেও, পুরো নিয়ন্ত্রণ নিতে পারেননি। ইতোমধ্যে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান নিশাঙ্কা।

মধ্যাহ্ন বিরতির আগে শ্রীলঙ্কা ২১ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৮৩ রান তুলে নেয়। ওই সময়েই নিশাঙ্কা পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি। এই মুহূর্তে তিনি ৬৮ রানে ক্রিজে অপরাজিত আছেন। তার সঙ্গে অপর অপরাজিত অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল করেছেন ৩০ রান। ফলে বাংলাদেশের নেওয়া পুঁজির চেয়ে এখন ১০৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

এর আগে হতাশাজনক প্রথম সেশন শেষে বাংলাদেশ উইকেটের দেখা পায় রিভিউ’র বদৌলতে। ২৪তম ওভারে তাইজুলের বল লাহিরু উদারার প্যাডে আঘাত করলে জোরালো আবেদনেও সাড়া দেননি আম্পায়ার। ডিআরএসে দেখা যায়, ব্যাটে নয় বল আঘাত করেছে লঙ্কান ওপেনারের প্যাডে। স্টাম্পের লাইনেও ছিল বল। ফলে বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। উদারা ফেরেন ব্যক্তিগত ৪০ রানে, আর লঙ্কানদের প্রথম উইকেট পড়ে ৮৮ রানে।

এমএসএম / এমএসএম

কারানের হ্যাটট্রিক-রশিদের ঘূর্ণি, লঙ্কানদের হারাল ইংল্যান্ড

টেনিসেও করমর্দন বিতর্ক, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা

চ্যাম্পিয়ন সাবিনাদের আলো ঝলমলে বরণ, নেই কোনো ঘোষণা

টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল

পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার

‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’

সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা