ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বাংলাদেশ সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে চালু হচ্ছে পাওয়ার প্লের নতুন নিয়ম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৬-২০২৫ রাত ৮:১৬

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্বাভাবিকভাবেই ২০ ওভারের ক্রিকেটে ৬ ওভার পাওয়ার প্লে থাকে। নতুন নিয়মেই সেটা পরিবর্তন হচ্ছে না। তবে বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার প্লে কত ওভার খেলা হবে সেই নিয়মেই পরিবর্তন এনেছে আইসিসি।

বর্তমান নিয়ম অনুযায়ী, ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পূর্ণ ওভারে পাওয়ার প্লে হিসেব করা হতো। যার ফলে অনেক সময়ই অসামঞ্জস্য তৈরি হতো। নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার-প্লে আর নির্দিষ্ট সংখ্যক ওভারে সীমাবদ্ধ থাকবে না।

এই নিয়ম কার্যকর হলে, ইনিংসের মোট বলের প্রায় ৩০ শতাংশ বলই ধরা হবে পাওয়ার-প্লে হিসেবে। মূলত খেলার ভারসাম্য রক্ষা করা এবং প্রতিটি ম্যাচেই সমান প্রতিদ্বন্দ্বীতা বজায় রাখার চেষ্টা থেকেই এই নিয়ম করা হচ্ছে।

নতুন নিয়মের পরীক্ষামূলক প্রয়োগ হতে চলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ থেকেই। আগামী ১০ জুলাই শুরু হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রথমবারের মতো এই পরিবর্তিত পাওয়ার-প্লে নিয়ম ব্যবহার করা হবে।

এই বলভিত্তিক পাওয়ার-প্লে পদ্ধতি ইতোমধ্যেই ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘টি-টোয়েন্টি ব্লাস্টে’ সফলভাবে প্রয়োগ হচ্ছে। সেখানে ওভারের মাঝপথে পাওয়ার-প্লে শেষ হলেও কোনো জটিলতা তৈরি হয়নি। সেখানকার ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতেই এই নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটে চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এমএসএম / এমএসএম

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত