বাংলাদেশ সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে চালু হচ্ছে পাওয়ার প্লের নতুন নিয়ম
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্বাভাবিকভাবেই ২০ ওভারের ক্রিকেটে ৬ ওভার পাওয়ার প্লে থাকে। নতুন নিয়মেই সেটা পরিবর্তন হচ্ছে না। তবে বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার প্লে কত ওভার খেলা হবে সেই নিয়মেই পরিবর্তন এনেছে আইসিসি।
বর্তমান নিয়ম অনুযায়ী, ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পূর্ণ ওভারে পাওয়ার প্লে হিসেব করা হতো। যার ফলে অনেক সময়ই অসামঞ্জস্য তৈরি হতো। নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার-প্লে আর নির্দিষ্ট সংখ্যক ওভারে সীমাবদ্ধ থাকবে না।
এই নিয়ম কার্যকর হলে, ইনিংসের মোট বলের প্রায় ৩০ শতাংশ বলই ধরা হবে পাওয়ার-প্লে হিসেবে। মূলত খেলার ভারসাম্য রক্ষা করা এবং প্রতিটি ম্যাচেই সমান প্রতিদ্বন্দ্বীতা বজায় রাখার চেষ্টা থেকেই এই নিয়ম করা হচ্ছে।
নতুন নিয়মের পরীক্ষামূলক প্রয়োগ হতে চলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ থেকেই। আগামী ১০ জুলাই শুরু হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রথমবারের মতো এই পরিবর্তিত পাওয়ার-প্লে নিয়ম ব্যবহার করা হবে।
এই বলভিত্তিক পাওয়ার-প্লে পদ্ধতি ইতোমধ্যেই ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘টি-টোয়েন্টি ব্লাস্টে’ সফলভাবে প্রয়োগ হচ্ছে। সেখানে ওভারের মাঝপথে পাওয়ার-প্লে শেষ হলেও কোনো জটিলতা তৈরি হয়নি। সেখানকার ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতেই এই নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটে চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এমএসএম / এমএসএম
কারানের হ্যাটট্রিক-রশিদের ঘূর্ণি, লঙ্কানদের হারাল ইংল্যান্ড
টেনিসেও করমর্দন বিতর্ক, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা
চ্যাম্পিয়ন সাবিনাদের আলো ঝলমলে বরণ, নেই কোনো ঘোষণা
টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা
চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়
সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো
লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল
পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার
‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’