ঈশ্বরদী ইপিজেড বাজার ব্যবসায়ী সমিতির সংবর্ধনা সভা অনুষ্ঠিতবিএনপি নেতাদের মুখের ভাষা আওয়ামীলীগের মত না-পিন্টু

আমরা শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার বিপ্লবকে ধারণ করেছি,আমাদের মুখের ভাষা আওয়ামীলীগের মত না,আওয়ামীলীগ থেকে আসা ওদের রক্ততো ঐ জারোজেরই বলে জানিয়েছেন,পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টায় ঈশ্বরদী ইপিজেড গেটে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম তপনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও অধ্যক্ষ আনজাম হোসেন ডনের সঞ্চালনায় বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ শামসুদ্দিন আহমেদ মালিথা,বিএনপিনেতা জাকিউল ইসলাম তপন ও বিএনপি নেতা আহসান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জারোজের রক্ত কোন কথা বলে প্রশ্ন রেখে জাকারিয়া পিন্টু আওয়ামীলীগ থেকে আসা বিএনপিনেতা হাবিবুর রহমান হাবিবকে ইঙ্গিত করে বলেন, আওয়ামীলীগ থেকে আ্সা রক্ত তার ওপর ভর করেছে,এমন আচরণ যেন আমাদের না হয়। কারণ ওদের দলের প্রতি কোন দায়দায়িত্ব নেই, জনগণের কাছেও কোন দায়বদ্ধতা নেই। কিন্তু আমাদের দায়বদ্ধতা আছে। আমরা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আদর্শ মেনে তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি।
আমরা নোংড়ামী করতে যানিনা উল্লেখ করে তিনি বলেন,দলের উপর হায়েনার থাবা পড়লে আমি মানুষ থাকবোনা,হায়েনাকে যে জবাব দিতে যাযা লাগে তাই হবো। দলকে ভাঙ্গিয়ে যে নোংড়ামি করবে তার পরিণতি খারাপ হবে। বিএনপির কেন্দ্রিয়নেতা,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে ঈশ্বরদী অঞ্চলের অভিভাবক উল্লেখ করে বলেন, আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি বিগত হাসিনা সরকারের দমনপীড়ন রাজনীতি ও বন্দুকের নলের মুখে আন্দোলন করেছি। স্বৈরাচার মাফিয়া হাসিনার বিরুদ্ধে সেনা সমর্থিত ওয়ান এলেভেন সরকারের বিরুদ্ধে যারা রাজ পথে আন্দোলন করে রক্ত ঝড়িয়েছি,মামলা খেয়েছি, আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মডেল হয়েছিল সেইসব নেতাকর্মীরা এসভায় উপস্থিত হয়েছেন।
তারেক রহমানকে অনুরোধ করে পিন্টু বলেন,আপনার নিজস্ব বিশ্বস্ত টিম ও সোর্স দিয়ে তদন্ত করুন । দলে একটি সিন্ডিকেড তৈরী হয়েছে। আপনার কাছে দলের সঠিক তথ্য যাচ্ছেনা। হাবিবুর রহমান হাবিবকে দিয়ে যদি ধানের শীষের বিজয় অর্জন সম্ভ হয় তাহলে আপনি সে সিদ্ধান্ত দিবেন। আমরা মাথা পেতে নিব। কিন্তু তার সাথে বিএনপির কোন নেতা কর্মী নে । এই সভায় যেসব নেতাকর্মী উপস্থিত রয়েছেন তারাই ঈশ্বরদীর বিএনপির দালিক সম্পত্তির মালিক । বিএনপিকে ডুবানোর জন্য গোপন ষড়যন্ত্র চলছে। সিন্ডিকেড তৈরী করে মিথ্যা রিপোর্ট দেওয়া হচ্ছে।
তিনি হাবিবকে উদ্দেশ্য করে বলেন,নেট দুনিয়ায় যা দেখানো হয়েছে বাস্তবে কিন্তু সেটার কোন অস্তিত্ব নেই। কারণ মনোনয়ন দেগওয়ার সময় এখনও আসেনি।
তিনি বলেন,যতক্ষণ পর্যন্ত দলকে নিরাপদ রাখতে পারব ততক্ষণ আমি শান্ত থাকতে পারবো। যদি দলে হায়নার থাবা পড়ে আমি পিন্টু আর শান্ত থাকতে পারবোনা উল্লেখ করে পিন্টু বলেন,সাবধান করে দিতে চাই দলের মনোনয়ন যতি পেতে পারেন, এত অস্থির কেন? তারাহুড়া কেন? দলের মানানয়ন ঘোষনার সময়তো আসেনি। এখনও মাঠে পাঁচটি গ্রুপের সার্ভে কাজ চলমান রয়েছে ।
সামাজিক মাধ্যমে হাবিবকে মনেসানয়ন দেওয়ার একটি পোস্ট প্রচারকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন রেখে বলেন,কোন জড়িপে এমন নাটক খাড়া করলেন ? ঈশ্বরদীর আসনকি ফিরিয়ে নিতে চান নাকি পূর্বের মতই অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়ে আসনটি হারাতে চান। দলের জন্য রাতদিন কাজ করছেন তারেক রহমান আর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য একটি সিন্ডিকেড তাকে বিভ্রান্ত করছে।
বার বার আওয়ামী পেতাত্বার ষড়যন্ত্রে এই আসনটি বেহাত হয়েছে উল্লেখ করে বলেন,পাবনা-৪ আসনে পরিক্ষানীরিক্ষা করে তারেক রহমান মনোনয়ন চুড়ান্ত ভাবে ঘোষনা দিবেন বলে বিশ্বাস বলে বিশ্বাস করি। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা আানোয়ারুল ইসলাম টুকু সরদারকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন,আমি ঐক্যের ডাক দিয়েছিলাম,সকলকে নিয়ে এক সাথে কাজ করতে চেয়েছি। কিন্তু কয়লা ধুলে ময়লা যায়না,সেই আগের মতই দলের মধ্যে ফুসফাস শুরু হয়েছে। ঐক্যের মানে এই নয় এক বন্ধুকে নিব আর এক বন্ধুকে বাদ দিব।
এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড
