সিনেমার গল্প নিয়ে শঙ্কিত আমির খান

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খানের ‘সিতারে জামিন পার’ সিনেমাটি। তিনি সব ধরনের গল্পকে ভালোবাসার কথা বলেছেন। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, মানুষ যদি শুধু অ্যাকশন ছবি দেখেন, তাহলে চলচ্চিত্র নির্মাতারাও এই ধরনের গল্পেই মনোনিবেশ করবেন। তার কথায় বোঝা গেছে, সিনেমা বর্তমান সময়ের গল্প নিয়ে শঙ্কিত আমির।
‘সিতারে জামিন পার’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দর্শকদের কেন ‘ইউনিক স্টোরি’কে সমর্থন করা উচিত, তা নিয়ে মুখ খুলেছেন আমির খান।
তিনি বলেন, ‘মানুষ গল্প ভালোবাসে। হরেক রকমের গল্প। আপনি যদি শুধু অ্যাকশন ফিল্মকে সাপোর্ট করেন, তাহলে চলচ্চিত্র নির্মাতারা এটুকুই করবেন। আর তখন প্রেক্ষাগৃহে গিয়ে শুধু অ্যাকশন সিনেমা দেখতে হবে। আপনি যদি সব ধরনের সিনেমা পছন্দ করেন এবং সব ধরনের সিনেমা দেখতে চান তাহলে প্রেক্ষাগৃহে যান।’
আমির খান আরও বলেন, ‘আপনাদের সমর্থন নির্মাতাদের বৈচিত্র্যময় গল্প বলার স্বাধীনতা দেয়। স্টুডিওগুলো প্রায়শই আমাদের একটি নির্দিষ্ট ধরনের চলচ্চিত্র তৈরির আদেশ দেয় এবং আমাদের অনুসরণ করতে হয়। কিন্তু দর্শক যখন অনন্য গল্পের পাশে থাকে, তখন তা আমাদের হৃদয়ে যা আছে তা তৈরি করার শক্তি জোগায়।
‘হিন্দুস্তান টাইমস’ সিনেমাটির পর্যালোচনায় জানিয়েছিল, সামগ্রিকভাবে, সিতারে জমিন পর একটি হৃদয়গ্রাহী ছবি, যা একটি ভরা থিয়েটারে দেখার মতোই সুন্দর এবং শিক্ষণীয়। হাসি, মজা, চোখের জল এবং আরও অনেক কিছু এ চলচ্চিত্রের প্রভাবকে বাড়িয়ে তোলে। এটি তার পূর্বসূরীর মতো উজ্জ্বলভাবে জ্বলজ্বল করতে পারে না, তবে এই ‘সিতারে’ গুলি তাদের নিজস্ব সুন্দর উপায়ে পর্দা আলোকিত করে।
সিনেমাটি নির্মাণ করেছেন আরএস প্রসন্ন। ‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খান ছাড়াও অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা, নবাগত আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র, সিমরান মঙ্গেশকর প্রমুখ।
সিনেমাটির গল্প লিখেছেন দিভি নিধি শর্মা। সিনেমায় আমিরকে একজন বাস্কেটবল কোচের ভূমিকায় দেখা যাচ্ছে, যিনি দশজন ভিন্নভাবে সক্ষম ব্যক্তিকে পরামর্শ দেন। অপর্ণা পুরোহিত ও রবি ভাগচাঁদকার সঙ্গে এটি প্রযোজনা করেছেন আমির। এটি গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
Aminur / Aminur

হানিমুনে শ্রীলঙ্কা-মালদ্বীপে শবনম ফারিয়া!

রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

ইলিয়াস কাঞ্চনকে যেমনটা দেখলেন নায়িকা রোজিনা

‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’

আলহামদুলিল্লাহ এটা জীবনের সেরা দিন, মক্কা থেকে অভিনেতা ফারহান

নাটকের নতুন ট্রেন্ড আইটেম গান

আমরা নিজেদের সঙ্গে লড়াই করছি— বললেন নুসরাত, উত্তর দিলেন যশ

বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপু বিশ্বাসের!

বিরল রোগে আক্রান্ত, দোয়া চাইলেন অর্চিতা স্পর্শিয়া

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

‘বাড়িতেও ঢুকতে দেয়নি, আমার কি চরিত্র খারাপ ছিল?’
