সিনেমার গল্প নিয়ে শঙ্কিত আমির খান

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খানের ‘সিতারে জামিন পার’ সিনেমাটি। তিনি সব ধরনের গল্পকে ভালোবাসার কথা বলেছেন। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, মানুষ যদি শুধু অ্যাকশন ছবি দেখেন, তাহলে চলচ্চিত্র নির্মাতারাও এই ধরনের গল্পেই মনোনিবেশ করবেন। তার কথায় বোঝা গেছে, সিনেমা বর্তমান সময়ের গল্প নিয়ে শঙ্কিত আমির।
‘সিতারে জামিন পার’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দর্শকদের কেন ‘ইউনিক স্টোরি’কে সমর্থন করা উচিত, তা নিয়ে মুখ খুলেছেন আমির খান।
তিনি বলেন, ‘মানুষ গল্প ভালোবাসে। হরেক রকমের গল্প। আপনি যদি শুধু অ্যাকশন ফিল্মকে সাপোর্ট করেন, তাহলে চলচ্চিত্র নির্মাতারা এটুকুই করবেন। আর তখন প্রেক্ষাগৃহে গিয়ে শুধু অ্যাকশন সিনেমা দেখতে হবে। আপনি যদি সব ধরনের সিনেমা পছন্দ করেন এবং সব ধরনের সিনেমা দেখতে চান তাহলে প্রেক্ষাগৃহে যান।’
আমির খান আরও বলেন, ‘আপনাদের সমর্থন নির্মাতাদের বৈচিত্র্যময় গল্প বলার স্বাধীনতা দেয়। স্টুডিওগুলো প্রায়শই আমাদের একটি নির্দিষ্ট ধরনের চলচ্চিত্র তৈরির আদেশ দেয় এবং আমাদের অনুসরণ করতে হয়। কিন্তু দর্শক যখন অনন্য গল্পের পাশে থাকে, তখন তা আমাদের হৃদয়ে যা আছে তা তৈরি করার শক্তি জোগায়।
‘হিন্দুস্তান টাইমস’ সিনেমাটির পর্যালোচনায় জানিয়েছিল, সামগ্রিকভাবে, সিতারে জমিন পর একটি হৃদয়গ্রাহী ছবি, যা একটি ভরা থিয়েটারে দেখার মতোই সুন্দর এবং শিক্ষণীয়। হাসি, মজা, চোখের জল এবং আরও অনেক কিছু এ চলচ্চিত্রের প্রভাবকে বাড়িয়ে তোলে। এটি তার পূর্বসূরীর মতো উজ্জ্বলভাবে জ্বলজ্বল করতে পারে না, তবে এই ‘সিতারে’ গুলি তাদের নিজস্ব সুন্দর উপায়ে পর্দা আলোকিত করে।
সিনেমাটি নির্মাণ করেছেন আরএস প্রসন্ন। ‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খান ছাড়াও অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা, নবাগত আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র, সিমরান মঙ্গেশকর প্রমুখ।
সিনেমাটির গল্প লিখেছেন দিভি নিধি শর্মা। সিনেমায় আমিরকে একজন বাস্কেটবল কোচের ভূমিকায় দেখা যাচ্ছে, যিনি দশজন ভিন্নভাবে সক্ষম ব্যক্তিকে পরামর্শ দেন। অপর্ণা পুরোহিত ও রবি ভাগচাঁদকার সঙ্গে এটি প্রযোজনা করেছেন আমির। এটি গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
Aminur / Aminur

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা

যে কারণে থালাপতি বিজয় হতে পারলেন না মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা

হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন
