বিশ্বের সেরা পাঁচ লিগের অন্যতম সৌদি লিগ: রোনালদো
সৌদি প্রো লিগ এখনই বিশ্বের সেরা পাঁচটি লিগের অন্যতম বলে মন্তব্য করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি স্বাক্ষরের পর এই মন্তব্য করেন পর্তুগিজ তারকা।
গেল বৃহস্পতিবার রোনালদোর সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়নের ঘোষণা করে আল নাসর। যে চুক্তির আওতায় ৪২ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরও ক্লাবে থাকবেন রোনালদো।
এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘আমরা এখনও উন্নতির পথে আছি। তবে আমি বিশ্বাস করি, এই মুহূর্তে সৌদি প্রো লিগ বিশ্বসেরা পাঁচটি লিগের মধ্যেই পড়ে। আমি বিশ্বাস করি আমরা আরও উন্নতি করবো এবং গত দুই বছরে প্রমাণ হয়েছে যে এই লিগ ক্রমাগত উন্নতি করছে।’
পর্তুগিজ তারকা আরও বলেন, ‘আমি খুশি। কারণ আমি জানি এই লিগ অনেক প্রতিযোগিতামূলক। শুধুমাত্র যারা কখনও সৌদি আরবে খেলেনি, তারাই বলে থাকে এই লিগ সেরা পাঁচের মধ্যে নয়। তারা ফুটবল সম্পর্কে কিছুই বোঝে না। আমি আমার কথায় ১০০ ভাগ বিশ্বাস রাখি। আর যারা এই লিগে খেলে, তারা জানে আমি কী বলছি।’
রোনালদো ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে স্বাগত জানান এবং এই কারণেও তিনি সৌদিতে থেকে যাচ্ছেন বলে মন্তব্য করেন।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা বলেন, ‘এই কারণেই আমি থাকতে চাই — কারণ আমি এই প্রকল্পে বিশ্বাস করি। শুধু আগামী দুই বছরের জন্য নয় বরং ২০৩৪ সাল পর্যন্ত (থাকতে চাই), যখন সৌদি আরবে বিশ্বকাপ হবে। আমি বিশ্বাস করি, সেটিই হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর বিশ্বকাপ।’
পর্তুগাল অধিনায়ক আরও জানান, তার লক্ষ্য আল নাসরের হয়ে একটি বড় ট্রফি জেতা। উল্লেখ্য, ২০২২ সালের শেষ দিকে ক্লাবে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা অর্জন করতে পারেননি তিনি।
রোনালদো আরও বলেন, ‘আমার লক্ষ্য আল নাসরের হয়ে কিছু গুরুত্বপূর্ণ জয়। আমি এখনও বিশ্বাস করি সেটা সম্ভব। তাই আমি আরও দুই বছরের জন্য চুক্তি করেছি। কারণ আমি বিশ্বাস করি আমি সৌদি আরবে চ্যাম্পিয়ন হবো।’
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরের হয়ে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলকের দিকে ছুটতে থাকা এই তারকা এখন পর্যন্ত ক্লাব ফুটবলে ৭৯৪ এবং পর্তুগালের হয়ে ১৩৮ গোলসহ ৯৩২টি গোল করেছেন।
Aminur / Aminur
কারানের হ্যাটট্রিক-রশিদের ঘূর্ণি, লঙ্কানদের হারাল ইংল্যান্ড
টেনিসেও করমর্দন বিতর্ক, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা
চ্যাম্পিয়ন সাবিনাদের আলো ঝলমলে বরণ, নেই কোনো ঘোষণা
টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা
চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়
সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো
লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল
পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার
‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’