টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে এক জমকালো ও সৌহার্দ্যপূর্ণ ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বস্ত্র খাতের স্বনামধন্য প্রকৌশলীদের অনেকেই অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৭ জুন) রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাব-এর সাবেক মহাসচিব ইঞ্জি. আলমগীর হাসিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জি. এটিএম সামসু উদ্দীন খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, আইটিইটির আহবায়ক ইঞ্জি. এহসানুল করিম কায়সার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের উপদেষ্টা ইঞ্জি. নাসিরউদ্দিন মিয়া, টিইডি এর চেয়ারম্যান ইঞ্জি. মহিউদ্দিন সেলিম, আইইবি এর ভাইস চেয়ারম্যান ইঞ্জি. খান মন্জুর মোর্শেদ, ইঞ্জি. নিয়াজউদ্দীন ভুইয়া ও ইঞ্জি. তানজিমুল আলম তমাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন আইইবি এর ঢাকা সেন্ট্রালের চেয়ারম্যান সেক্রেটারি ইঞ্জি. আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জি. মাহবুবুর রহমান, ইঞ্জি. জামিল টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জি. এ এস এম হাফিজুর রহমান নিক্সন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব ইঞ্জি. একেএম মহসিন আহমেদ। আরো বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইটিইটি এর সদস্য সচিব ইঞ্জি. মো. এনায়েত হোসেন, ইঞ্জি. মীর মোশাররফ হোসেন, ইঞ্জি. গোলাম কবির সায়গল, ইঞ্জি. মোস্তফা ই জামান সেলিমসহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের এ ধরনের মিলনমেলার আয়োজন সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। এছাড়া বক্তারা টেক্সটাইল প্রকৌশলীদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় ও শহিদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।
এছাড়া অনুষ্ঠানে টেক্সটাইল ও আইইবি এর পেশাজীবী সংগঠনে বিশেষ অবদানের জন্য আইইবি এর এজিএস ইঞ্জি. সাব্বির আহমেদ ওসমানীকে ফোরামের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা