বয়স কমানোর ওষুধ ছাড়াও শেফালীর মৃত্যুর আরও কারণ জানাল পুলিশ
দুইদিনের মধ্যেই পাওয়া যাবে সদ্য প্রয়াত ‘কাঁটা লাগা’ অভিনেত্রী শেফালী জারিওয়ালার ময়নাতদন্তের রিপোর্ট। এর আগেই প্রাথমিক তদন্তের ভিত্তিতে নতুন তথ্য দিল পুলিশ। জানাল, অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যুর সম্ভাব্য কারণ রক্তচাপজনিত সমস্যা।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া খবর, মৃত্যুর সময় শেফালীর রক্তচাপ বেশ নিচে নেমে যায়, যা তার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। মৃত্যুর দিন, অর্থাৎ শুক্রবার, শেফালীর বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন হয়েছিল। সে উপলক্ষে সকাল থেকে উপোস ছিলেন অভিনেত্রী।
এরপর বিকেলে ফ্রিজ থেকে কিছু হালকা খাবার খান বলে জানিয়েছেন বাড়ির রাঁধুনি। পূজার কারণে এদিন তার বাড়িতে অতিথিদের আনাগোনাও ছিল। উপস্থিত ছিলেন পরশ ছাবড়া-সহ আরও অনেক পরিচিত মুখ। ফলে, বিশ্রামের খুব একটা সুযোগ মেলেনি শেফালীর।
রাত প্রায় সাড়ে দশটা নাগাদ শেফালী হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তখন পরিবারের সদস্যরাও উপস্থির। তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে, তবে সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তার; চিকিৎসকেরা শেফালীকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর ঘটনার তদন্তে শেফালীর বাড়িতে পৌঁছান ফরেনসিক বিশেষজ্ঞ ও স্থানীয় থানার পুলিশ। তারা শেফালীরর স্বামী, মা-বাবা ও অন্যান্য আত্মীয়-পরিজনসহ মোট ১০ জনের জবানবন্দি নেন।
তদন্তে উঠে আসে, বয়স কমানোর উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ওষুধ ও ইঞ্জেকশন ব্যবহার করছিলেন শেফালী। এসব চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়াও তার শারীরিক অবস্থার অবনতিতে ভূমিকা রাখতে পারে। আর সেটাই এখন মনে করছে প্রশাসন। তবে, চূড়ান্ত তথ্য পেতে এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।
এমএসএম / এমএসএম
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!
অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?