বয়স কমানোর ওষুধ ছাড়াও শেফালীর মৃত্যুর আরও কারণ জানাল পুলিশ

দুইদিনের মধ্যেই পাওয়া যাবে সদ্য প্রয়াত ‘কাঁটা লাগা’ অভিনেত্রী শেফালী জারিওয়ালার ময়নাতদন্তের রিপোর্ট। এর আগেই প্রাথমিক তদন্তের ভিত্তিতে নতুন তথ্য দিল পুলিশ। জানাল, অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যুর সম্ভাব্য কারণ রক্তচাপজনিত সমস্যা।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া খবর, মৃত্যুর সময় শেফালীর রক্তচাপ বেশ নিচে নেমে যায়, যা তার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। মৃত্যুর দিন, অর্থাৎ শুক্রবার, শেফালীর বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন হয়েছিল। সে উপলক্ষে সকাল থেকে উপোস ছিলেন অভিনেত্রী।
এরপর বিকেলে ফ্রিজ থেকে কিছু হালকা খাবার খান বলে জানিয়েছেন বাড়ির রাঁধুনি। পূজার কারণে এদিন তার বাড়িতে অতিথিদের আনাগোনাও ছিল। উপস্থিত ছিলেন পরশ ছাবড়া-সহ আরও অনেক পরিচিত মুখ। ফলে, বিশ্রামের খুব একটা সুযোগ মেলেনি শেফালীর।
রাত প্রায় সাড়ে দশটা নাগাদ শেফালী হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তখন পরিবারের সদস্যরাও উপস্থির। তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে, তবে সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তার; চিকিৎসকেরা শেফালীকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর ঘটনার তদন্তে শেফালীর বাড়িতে পৌঁছান ফরেনসিক বিশেষজ্ঞ ও স্থানীয় থানার পুলিশ। তারা শেফালীরর স্বামী, মা-বাবা ও অন্যান্য আত্মীয়-পরিজনসহ মোট ১০ জনের জবানবন্দি নেন।
তদন্তে উঠে আসে, বয়স কমানোর উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ওষুধ ও ইঞ্জেকশন ব্যবহার করছিলেন শেফালী। এসব চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়াও তার শারীরিক অবস্থার অবনতিতে ভূমিকা রাখতে পারে। আর সেটাই এখন মনে করছে প্রশাসন। তবে, চূড়ান্ত তথ্য পেতে এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।
এমএসএম / এমএসএম

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা

যে কারণে থালাপতি বিজয় হতে পারলেন না মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা

হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন
