আমার খুবই পছন্দ বরিশালের পেয়ারা বাগান : সাফা কবির

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটবেলার স্মৃতি, কাজের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন।
সাফা কবির বলেন, ‘আমার ছোটবেলাটা বরিশালে অনেক ভেকেশনে যাওয়া হয়েছে, বেশ লম্বা সময় আমি ওখানে ছিলাম। যেটা হয় ছোট বেলায় নানু বাড়ি থাকে এখন যেহেতু তারা নেয় এজন্য এখন আর যাওয়া হয় না। বরিশাল সব সময় আমার জন্য আবেগের একটা জায়গা লাগে।’
তার কথায়, ‘বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। একটা জায়গা আমার খুবই পছন্দ সেটা হচ্ছে পেয়ারা বাগান। আমার মনে হয় এটা অনেক সুন্দর অভিজ্ঞতা যে নৌকায় করে পেয়ারা বিক্রি করা হয় এবং নৌকায় করে যাওয়ার সময় সব পেয়ারা বাগানগুলো দেখা যায়। এছাড়াও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তবে এটা আমার সবচেয়ে বেশি পছন্দের জায়গা।’
কাজ প্রসঙ্গে সাফার ভাষ্য, ‘যেখান থেকে আমার যাত্রাটা শুরু ওটা আমার কাছে ম্যাজিকাল একটা প্রডাকশন ছিল, এরপর আমি কখনো ভাবিনি যে আমি অভিনয় করবো বা আমি একজন অভিনেত্রী হতে চাই।’
‘আমার কাজের জন্য যেভাবে মানুষজন ভালোবাসা দেয় সম্মান দেয়। এটার পরে আমার মনে হয় আরও ভালো কিছু করতে হবে আরও ভালো কাজ করতে হবে। আমি দর্শকদের মনে সব সময় বেঁচে থাকতে চাই।’
তিনি আরও বলেন, ‘নিজেকে ৫ বছর পর এখন যেখানে আছি এর থেকে বড় জায়গায় দেখতে চাই। দেখতে চাই যে আমার ঝুলিতে অনেক ভালো ভালো কাজ আছে যেসব কাজ আমাদের দর্শকদের মাঝে আছে এবং দর্শকরা সে কাজ নিয়ে কথা বলছে। যে কাজগুলোর জন্য আমাকে মনে করছে এবং দেশের বাহিরেও কাজ করতে চাই।’
Aminur / Aminur

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা

এবার কে জিতবেন সেরা অভিনেতার অস্কার

বলিউডে সুযোগ কম, ইন্ডাস্ট্রি পাল্টালেন দিব্যা দত্ত

যে কারণে তৈরি হচ্ছে না মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমার মতো নায়িকা
