মারা গেলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নীরা
যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা (৫৪) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের ডা. কাজল কান্তি জানান, নূরজাহান ইসলাম নীরা শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন। তিনি শ্বাসকষ্ট ছাড়াও ডায়াবেটিস, ব্ল্যাড প্রেশার ও হার্টের রোগী ছিলেন।
এদিকে, নূরজাহান ইসলাম নীরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে যশোরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা ছুটে যান হাসপাতালে। পরে মৃতদেহ যশোর শহরের কাজিপাড়ার বাড়িতে নেয়ার পর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশসহ নেতাকর্মীরা ছুটে যান বাড়িতে। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানা গেছে, বেশ কিছুদিন তিনি হার্টের সমস্যাজনিত রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার হার্টে রিং পরানো হয়। নূরজাহান ইসলাম নীরা ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আজকের এই অবস্থানে পৌঁছেছেন।
উল্লেখ্য, যশোর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়। ফলে ওই বছরের ২০ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী নূরজাহান ইসলাম নীরা ধানের শীষের নূর-উন-নবীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে নূরজাহান ইসলাম নীরা দীর্ঘ ৪১ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৮০ সালে যশোর সরকারি এমএম কলেজে পড়া অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে এই সংগঠনের যশোর জেলা কমিটির সহ-সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। ছাত্র রাজনীতি শেষ করে ১৯৯২ সালে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এমএসএম / জামান
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক
নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার
লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ
কোনাবাড়ীতে ইমরান বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা
কুতুবদিয়ায় আগাম তরমুজ ও খিরা চাষ করে স্বাবলম্বী কৃষক
ধামইরহাটে এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি সরকারের দুম্বার মাংস বিতরণ
বাঁশখালীতে একাধিক মামলার আসামি বৈলছড়ীর মিজান গ্রেফতার
সাগর পথে মায়ানমারে সিমেন্ট পাচার; বোট ডুবে সাগরে ভসছিল রোহিঙ্গাসহ ৬ জন
গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীতে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জামলা বহুমুখী তা'লিমুল কুরআন ও নুরানি মাদ্রাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন
শাহজাদপুরে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Link Copied