ব্রাজিল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চান আফিদা
আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে। আগেই এশিয়া কাপ নিশ্চিত হওয়ায় কালকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। তাই আজ মিয়ানমারে অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকারের কন্ঠে ২০২৭ নারী বিশ্বকাপের স্বপ্ন।
১২ দল নিয়ে আগামী বছর মার্চে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে ২০২৭ সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার। তাই বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার দেখছেন বিশ্বকাপে খেলার স্বপ্ন, 'সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন, সেভাবেই করবেন। আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। দলকে আমি বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই। যেহেতু আমাদের সামনে সুযোগটা আসছে, আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা কাজে লাগাতে।’
প্রথমবার বাংলাদেশ এশিয়া কাপ নিশ্চিত করেছে। সেই দলের অধিনায়ক হওয়ায় বাড়তি আনন্দ আফিদার। এরপরও আগামীকালের ম্যাচে মনোযোগ এই ডিফেন্ডারের, 'এই আনন্দ আসলে বলে বোঝানোর মত নয়। বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসে এই প্রথম এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, এটা খুবই আনন্দের। দলের পরিস্থিতি খুবই ভালো। সবাই খুব ফুরফুরে মেজাজে, আজ ভালোই অনুশীলন করলাম। আগামীকাল আমাদের শেষ ম্যাচ। এ ম্যাচে যেন ভালো করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
গ্রুপের দুই শক্তিশালী দল বাহরাইনকে ৭-০ গোলে ও স্বাগতিক মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবারের প্রতিপক্ষ গ্রুপের তলানির দল তুর্কমেনিস্তান। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচ। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল কালকের ম্যাচ নিয়ে বলেন, 'ছোটখাটো কিছু চোট সমস্যা আছে, কোচ ওই সকল খেলোয়াড়দের রিকভারি করার সময় দিয়েছে এবং বাকিদের নিয়ে আমরা মাঠে কাজ করেছি। আগামীকালের ম্যাচ নিয়ে মেয়েরা খুবই সিরিয়াস এবং মনোযোগী। আমরাও তাদের প্রতিনিয়ত বলছি, আমাদের বাছাই এখনও শেষ হয়নি। ইনশাআল্লাহ আগামীকালের ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই।'
Aminur / Aminur
কারানের হ্যাটট্রিক-রশিদের ঘূর্ণি, লঙ্কানদের হারাল ইংল্যান্ড
টেনিসেও করমর্দন বিতর্ক, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা
চ্যাম্পিয়ন সাবিনাদের আলো ঝলমলে বরণ, নেই কোনো ঘোষণা
টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা
চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়
সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো
লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল
পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার
‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’