ব্রাজিল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চান আফিদা

আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে। আগেই এশিয়া কাপ নিশ্চিত হওয়ায় কালকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। তাই আজ মিয়ানমারে অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকারের কন্ঠে ২০২৭ নারী বিশ্বকাপের স্বপ্ন।
১২ দল নিয়ে আগামী বছর মার্চে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে ২০২৭ সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার। তাই বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার দেখছেন বিশ্বকাপে খেলার স্বপ্ন, 'সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন, সেভাবেই করবেন। আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। দলকে আমি বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই। যেহেতু আমাদের সামনে সুযোগটা আসছে, আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা কাজে লাগাতে।’
প্রথমবার বাংলাদেশ এশিয়া কাপ নিশ্চিত করেছে। সেই দলের অধিনায়ক হওয়ায় বাড়তি আনন্দ আফিদার। এরপরও আগামীকালের ম্যাচে মনোযোগ এই ডিফেন্ডারের, 'এই আনন্দ আসলে বলে বোঝানোর মত নয়। বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসে এই প্রথম এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, এটা খুবই আনন্দের। দলের পরিস্থিতি খুবই ভালো। সবাই খুব ফুরফুরে মেজাজে, আজ ভালোই অনুশীলন করলাম। আগামীকাল আমাদের শেষ ম্যাচ। এ ম্যাচে যেন ভালো করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
গ্রুপের দুই শক্তিশালী দল বাহরাইনকে ৭-০ গোলে ও স্বাগতিক মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবারের প্রতিপক্ষ গ্রুপের তলানির দল তুর্কমেনিস্তান। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচ। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল কালকের ম্যাচ নিয়ে বলেন, 'ছোটখাটো কিছু চোট সমস্যা আছে, কোচ ওই সকল খেলোয়াড়দের রিকভারি করার সময় দিয়েছে এবং বাকিদের নিয়ে আমরা মাঠে কাজ করেছি। আগামীকালের ম্যাচ নিয়ে মেয়েরা খুবই সিরিয়াস এবং মনোযোগী। আমরাও তাদের প্রতিনিয়ত বলছি, আমাদের বাছাই এখনও শেষ হয়নি। ইনশাআল্লাহ আগামীকালের ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই।'
Aminur / Aminur

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত

প্রতিপক্ষকে ৫ গোল, ৪ বছরে প্রথমবার টেবিলের শীর্ষে চেলসি
