ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সাইফউদ্দিন


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৪-৭-২০২৫ রাত ৮:৩২

প্রায় এক বছর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি সর্বশেষ গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে এই ফরম্যাটে খেলেছিলেন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে স্কোয়াড ঘোষণা করেছে, তাতে সাইফউদ্দিনের সাথে আরও ফিরেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাঈম শেখ।

২০২৪ সালের বিপিএলে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সাইফউদ্দিন টি-টোয়েন্টি সংস্করণে জাতীয় দলে ফেরার দাবি জানান। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে একটি সিরিজ খেলেই তিনি দল থেকে বাদ পড়েছিলেন, তাই এবার তার দলে ফেরাটা প্রত্যাশিত ছিল।

এদিকে, টানা ব্যর্থতার কারণে এ বছরের শুরুতে টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসকে নেতৃত্ব দেওয়া হয়েছে। টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৯ ইনিংসে কোনো ফিফটি না পাওয়া শান্ত এবার স্কোয়াড থেকেও ছিটকে গেছেন। তার সঙ্গে সর্বশেষ সিরিজে থাকা সৌম্য সরকার, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদও এই সিরিজে নেই।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী ১০ জুলাই ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ এবং তিন দিন পর ১৬ জুলাই কলম্বোতে শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

এমএসএম / এমএসএম

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত

প্রতিপক্ষকে ৫ গোল, ৪ বছরে প্রথমবার টেবিলের শীর্ষে চেলসি

তৃতীয় ওপেনার হিসেবে এশিয়া কাপের বিমানে উঠবেন কে?