ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফের শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের ছবি, বারবার কেন: উঠেছে প্রশ্ন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৭-২০২৫ দুপুর ১১:৫৩

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বরাবরই বিভিন্ন কারণে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে; সিনেমায় অভিনয়ের মাধ্যমে যতটা না, ব্যক্তিজীবনের নানা কাণ্ড-কাহিনি দিয়েই বেশি সংবাদের শিরোনাম হন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে আবারও মেগাস্টার শাকিব খানের সঙ্গে পুরোনো একটি ছবি শেয়ার করেছেন মিষ্টি জান্নাত। এমন দৃশ্য অবশ্য নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার শাকিবের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন এই নায়িকা। ফলে নতুন করে নানা ধরনের গুঞ্জন ছড়াতে সময় লাগেনি।

এদিকে নেটিজেনদের একাংশ মনে করছেন, হয়তো আলোচনায় থাকতেই বারবার এই ‘নস্টালজিয়া কৌশল’ বেছে নিচ্ছেন মিষ্টি জান্নাত। কারণ এর আগেও অভিনেতা বাপ্পী এবং ওপার বাংলার এক নায়কের সঙ্গে তোলা পুরোনো ছবি প্রকাশ করেছেন তিনি।

এদিকে মাস কয়েক আগে শাকিবের সঙ্গে বিমান থেকে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত। তখন তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়; মন্তব্যঘরে চারে চারে ষোল মেলাতে শুরু করেন অনুরাগীরা; শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। কেউ কেউ প্রেমের ইঙ্গিতও দেন। এমনকি মিষ্টি জান্নাতকে অপু বিশ্বাস ও বুবলীর ‘সতীন’ তকমা পর্যন্ত জুড়ে দেন। পরে শোনা যায়, শাকিবকে ফ্লাইটে পেয়ে নিজ থেকে গিয়ে সেলফি তোলেন তিনি। সেটাই ফেসবুকে প্রকাশ করে ভক্তদেরও বিভ্রান্তিতে ফেলেছিলেন মিষ্টি জান্নাত। 

এদিকে মিষ্টি জান্নাতের এমন কর্মকাণ্ড নিয়ে শাকিব ভক্তরাও ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন, এবারই প্রথম নয়। এর আগেও শাকিব খানের সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় থাকার চেষ্টা করেছেন এই অভিনেত্রী।

আবার মিষ্টি জান্নাতের ভক্তদের একাংশের মতে, সহশিল্পীর সঙ্গে পুরোনো ছবি শেয়ার করাটা একেবারেই স্বাভাবিক বিষয়। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে তৃতীয়বার শাকিবের সঙ্গে ছবি প্রকাশ করা নিয়ে এবার উঠেছে নানা প্রশ্ন। 

গত বছর শাকিব খানের তৃতীয় বিয়ের যখন গুঞ্জন ওঠে, তখন শোনা যায়, পাত্রী হিসেবে ডাক্তার বেছে নিয়েছে শাকিবের পরিবার। সে থেকে গুঞ্জন, হয়তোবা মিষ্টি জান্নাতই সেই পাত্রী। কারণ, অভিনেত্রী পরিচয়ের বাইরেও তিনি একজন দন্ত চিকিৎসক। এ নিয়ে মিষ্টি জান্নাতকে প্রশ্নও ছড়া হয়, তখন নায়িকা বলেছিলেন- ‘হলেও হতে পারে, দেখা যাক।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ দিয়ে অভিনয়ে নাম লেখানো মিষ্টি জান্নাত নিয়মিতই কাজ করেছেন চলচ্চিত্রে। পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত তিনি।

এমএসএম / এমএসএম

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা

এবার কে জিতবেন সেরা অভিনেতার অস্কার

বলিউডে সুযোগ কম, ইন্ডাস্ট্রি পাল্টালেন দিব্যা দত্ত

যে কারণে তৈরি হচ্ছে না মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমার মতো নায়িকা

গোটা শরীর ‘প্লাস্টিকের তৈরি’, কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনি