ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ এসেছে : আসিফ আকবর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৭-২০২৫ বিকাল ৭:১৩

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। 
এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। এবার বিবাহ বার্ষিকী নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন আসিফ আকবর। 
আসিফ আকবর লিখেছেন, ‘১০ জুলাই, ১৯৯২। এক থেকে দুই, দুই থেকে পাঁচ। মাঝখানে তেত্রিশ বছর। বড় বৌমা এসেছে, ছোট বৌ’মার শুভ আগমনের অপেক্ষায় আছি। ৯২ সালে ওয়েদার ঠিক এমনই ছিল, দু'জন ছোট মানুষ সংসারী হই ভালবেসে।’
‘চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ এসেছে। সামনের দিকে তাকিয়ে পিছু হটেছি, আবার এগিয়ে গিয়েছি। বেগম সালমা আসিফের অসাধারন সাহস, ত‍্যাগ, ধৈর্য‍্য আর শক্তিশালী ভালবাসা এই সংসারের মূলমন্ত্র।’
শেষে লিখেছেন, ‘আমি ক‍্যাজ‍্যুয়াল ছিলাম আগেও, এখনো আছি। এলোমেলো সময়ও পার করেছি, আমার মেয়ে আইদাহ্ এসে সব রাস্তার গন্তব‍্য সেটল্ করে দিয়েছে। ১৯৯২ থেকে ২০২৫ সাল, এইতো সেদিনের কথা। বেগম সালমা আসিফকে ধন‍্যবাদ, বিয়ে বার্ষিকীতে শুভেচ্ছা। সবাই ভাল থাকুন, সুস্থ‍্ থাকুন, সুন্দর থাকুন। ভালবাসা অবিরাম।’

 

এমএসএম / এমএসএম