ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

রোমাঞ্চকর লড়াইয়ে জিতল রংপুর রাইডার্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৭-২০২৫ দুপুর ১২:২৬

শেষ ১২ বলে সমীকরণ ২০ রানের। টি-টোয়েন্টির বিচারে খুব একটা আহামরি টার্গেট নয়। ১৯ তম ওভারে খালেদ আহমেদের প্রথম বলেই চার মেরে গায়ানাকে ভালো শুরু এনে দেন ডেভিড ভিসা। দুই বল পর আরেকটি ছক্কার মার ডোয়াইন প্রিটোরিয়াসের ব্যাট থেকে। তবে ম্যাচের চিত্র পাল্টাতে সময় লাগল না। শেষ দুই বলে দুই উইকেট তুলে নিয়ে রংপুরকে দারুণভাবে লড়াইয়ে ফেরান খালেদ।

শেষ ওভারে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। হাতে উইকেট একটি। আজমতউল্লাহর প্রথম বলেই ফিরলেন ডেভিড ভিসা। ৮ রানের জয় পেল রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়নও নুরুল হাসান সোহানরা। 

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন নুরুল হাসান সোহান। কাইল মায়ার্স, ইফতিখার আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই, হারমিত সিং ও তাবরাজ শামসি-পাঁচ বিদেশিকে সাজানো হয় রংপুরের একাদশ। 

রংপুর রাইডার্সের হয়ে ইনিংস শুরু করেন সৌম্য সরকার ও সাইফ হাসান। দুজনের ব্যাটে দারুণ শুরু পায় রংপুর। সাইফ কিছুটা দেখেশুনে খেললেও হাতখুলে খেলেছেন সৌম্য। ইনিংসের অষ্টম ওভারে ওপেনিং জুটি ভাঙেন গায়ানার গুড়াকেশ মোতি। ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফেরেন সাইফ। উইকেটে থিতু হয়েও বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্য সরকারও। মোতির ঝুলিয়ে দেওয়া বলে মিড উইকেটে শেরফান রাদারফোর্ডের হাতে ক্যাচ দিয়েছেন ৩৬ বলে ৩৫ রান করা সৌম্য। 

ইনিংসের এগারোতম ওভারে আক্রমণে এসেই জোড়া উইকেট শিকার করেন ইমরান তাহির। একে একে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই ও ইয়াসির আলী রাব্বিকে। ২ বলে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর। সেখান থেকে দলকে কিছুটা লড়াইয়ে ফেরান অধিনায়ক সোহান। ঝোড়ো শুরু করেছিলেন ব্যাট হাতে। ১০ বলে ১৮ রান করে শামার স্প্রিঙ্গারের বলে টপ এজ হয়ে শর্ট ফাইন লেগে রাদারফোর্ডের হাতে ক্যাচ দিয়েছেন। 

ষষ্ঠ উইকেটে কাইল মায়ার্স ও ইফতেখার মিলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজনে। তাতে ১৬২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় রংপুর। 

মাঝারি মানের টার্গেট তাড়ায় শুরুটা ইতিবাচক ছিল গায়ানার। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ব্যক্তিগত ৮ রান করে সাজঘরে ফিরলেও দ্বিতীয় উইকেটে যেন খুঁটি গেঁড়ে বসেছিলেন জনসন চার্লস ও মঈন আলী। ২৮ বলে ৪০ রান করা চার্লসকে ফিরিয়ে ৪৮ রানের এই জুটি ভাঙেন হারমিত সিং। আর ২৭ রান করা মঈন আলীকে আউট করেন তাবরাইজ শামসি। 

এদিন বল হাতে দারুণ কার্যকর ছিলেন খালেদ আহমেদ। দুই বিধ্বংসী ব্যাটার শেরফান রাদারফোর্ড ও শিমরান হেটমায়ারকে ফিরিয়ে রংপুরকে ম্যাচে টিকিয়ে রাখেন। শেষ দিকে প্রায় হাতের নাগালে চলে যাওয়া মুহূর্তেও পরপর দুই উইকেট তুলে নেন টাইগার এই পেসার। 

এমএসএম / এমএসএম

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক