মালয়েশিয়ায় লা লিগা যুব ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে জাফরানী স্পোর্টিং ক্লাব অনূর্ধ্ব-১৬ দল
প্রথমবারের মতো লা লিগা যুব ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশের জাফরানী স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল মালয়েশিয়া পৌঁছেছে।
১১ থেকে ১৩ জুলাই মালয়েশিয়ার সেরডাং-এ অবস্থিত ইউপিএম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য লা লিগা যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণের উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার জাফরানী স্পোর্টিং ক্লাবের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল হ্যালো সুপারস্টারস-এর ব্যবস্থাপনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
আজ (১১ জুলাই) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, চীন, ফিলিপাইন, ভারতসহ বাংলাদেশের কিশোর ফুটবলাররাও নিজ দেশের পতাকা তুলে ধরবে। এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, হ্যালো সুপারস্টারস-এর সার্বিক তত্ত্বাবধানে গত মে মাস থেকে সারাদেশে চলছিল খেলোয়াড় বাছাইয়ের চুলচেরা বিশ্লেষণ। এরই ধারাবাহিকতায়, গত ১৬ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে অনুষ্ঠিত হয় চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতা থেকেই ১৪ জন প্রতিভাবান কিশোর ফুটবলারকে নির্বাচন করা হয়, যারা এবার জাফরানী স্পোর্টিং ক্লাবের হয়ে আন্তর্জাতিক মঞ্চে লড়বে।
বিশ্ববিখ্যাত লা লিগা যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ এবারই প্রথমবারের মতো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঐতিহাসিক সুযোগটি সম্ভব হয়েছে হ্যালো সুপারস্টারস ও জাফরানী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান-এর আন্তরিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে। তিনি দীর্ঘদিন ধরেই দেশের ফুটবলের মানোন্নয়নে ব্যক্তিগতভাবে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এই আয়োজন শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং এটি হতে পারে বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রার নতুন সূচনা।
এমএসএম / এমএসএম
সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল
মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ
পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন
বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে
বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা
হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের
১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা
মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬
১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ