ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের সব কার্যক্রম স্থগিত, অনিশ্চিত টুর্নামেন্ট

ভারতের ঘরোয়া ফুটবলের সবচেয়ে গ্ল্যামারাস লিগ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর আসন্ন আসর মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আপাতত আইএসএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)।
গতকাল শুক্রবার এফএসডিএল আইএসএলে অংশ নেওয়া ক্লাবগুলোকে চিঠি পাঠিয়ে আসর স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে। এমনকি ভারতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও (এআইএফএফ) এ ব্যাপারে অবহিত করেছে এফএসডিএল।
ক্লাবগুলোকে চিঠি পাঠিয়ে এফএসডিএল জানিয়েছে যে, তাদের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) স্বাক্ষরিত মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) আগামী ৮ ডিসেম্বর শেষ হচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বরে আইএসএল শুরু হলেও আসরের এক-তৃতীয়াংশ সময়ের মধ্যে চুক্তি শেষ হয়ে যাবে।
নতুন করে চুক্তি সই নিয়ে বেশ কয়েক মাস আগে আলোচনা শুরু হলেও কোনো সমাধান আসেনি। বর্তমান পরিস্থিতিতে যেহেতু ডিসেম্বরের পর আর চুক্তি থাকছে না, তাই ২০২৫-২৬ মৌসুমের আইএসএলের পরিকল্পনা, আয়োজন বা বাণিজ্যিকীকরণ করতে এফএসডিএল রাজি নয়।
এফএসডিএল চিঠিতে লিখেছে, "এই পরিস্থিতিতে আমরা ২০২৫-২৬ মৌসুম নিয়ে কাজ করার মতো জায়গায় নেই। তাই যত দিন না নতুন চুক্তি নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে তত দিন এই আসর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।"
২০১০ সালে ১৫ বছরের জন্য এআইএফএফের সঙ্গে চুক্তি সই হয় এফএসডিএলের। প্রতি বছর এর মাধ্যমে ৫০ কোটি টাকা পায় ফেডারেশন। তাদের প্রতি দিনের খরচ চালানো এবং বিভিন্ন লিগ আয়োজন করার ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ।
তবে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মুহূর্তে এমআরএ সই করতে পারবে না ফেডারেশন। যত দিন না সুপ্রিম কোর্টে ফেডারেশনের সংবিধান চূড়ান্ত হচ্ছে, তত দিন পর্যন্ত এটা করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন কমিটিও করা হতে পারে। সেক্ষেত্রে তারাই এফএসডিএলের সঙ্গে চুক্তিতে সই করবে। এতে দীর্ঘ সময় লাগার কথা।
এমএসএম / এমএসএম

২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

দ্বিগুণ পিছিয়ে থাকা বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ইয়োকেরেস-টিম্বারের জোড়ায় বড় জয় আর্সেনালের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা যাবে না: উড

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত

প্রতিপক্ষকে ৫ গোল, ৪ বছরে প্রথমবার টেবিলের শীর্ষে চেলসি

তৃতীয় ওপেনার হিসেবে এশিয়া কাপের বিমানে উঠবেন কে?

আর্জেন্টিনায় সমর্থকদের সহিংসতায় ম্যাচ পণ্ড, আটক ৯০

সেমির দৌড়ে এগিয়ে যেতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের
