ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সব ছাপিয়ে লর্ডসে জিতল ক্রিকেট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ৪:১৪

শোয়েব বসিরের বলটা ব্যাটেই খেলেছিলেন মোহাম্মদ সিরাজ। কিন্তু ঠিকমতো সামলাতে পারেননি। বল গড়িয়ে গিয়ে উইকেটে লাগে। চেষ্টা করেও আটকাতে পারলেন না। বলের আঘাতে উইকেটের ওপর থেকে বেল মাটিতে পড়তেই সব শেষ। সিরাজ আউট হতেই শেষ হয়ে যায় লর্ডস টেস্টে ভারতের যাবতীয় লড়াই। উল্লাসে মাতেন ইংলিশ ক্রিকেটাররা।

ভেঙে পড়েন সিরাজ। নিজেদের প্রাথমিক উচ্ছ্বাসের পর প্রায় সঙ্গে সঙ্গে সিরাজকে সান্ত্বনা দিতে ছুটে আসেন প্রতিপক্ষের ক্রিকেটাররা। একে একে এগিয়ে আসেন হ্যারি ব্রুক, জো রুট ও জ্যাক ক্রলিরা। মাটিতে বসে পড়া সিরাজকে হাত ধরে টেনে তোলেন ব্রুক।

ব্যাট হাতে লর্ডসের ২২ গজে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সিরাজ। রবীন্দ্র জাদেজার লড়াই যাতে ব্যর্থ না হয়, তা নিশ্চিত করতে চেয়েছিলেন। চেয়েছিলেন ইংল্যান্ডের নিশ্চিত জয় ছিনিয়ে নিতে। কিন্তু পারলেন না। বসিরের বলে তিনি প্লেড অন হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় ভারতের টেস্ট জয়ের সব আশা।

৩০ বলের লড়াই শেষ হতেই মানসিকভাবে ভেঙে পড়েন ভারতের পেস বোলার। পিচেই কেঁদে ফেলেন। তার কান্না দেখে মুখ ঘুরিয়ে থাকতে পারেননি রুট ও ব্রুকেরা। ২২ গজের লড়াই ভুলে এগিয়ে আসেন তাঁরা। সিরাজকে সান্ত্বনা দেন। এটাই বোধহয় ক্রিকেটের সৌন্দর্য। যেখানে লড়াই শেষ হওয়ার পর পরাজিত নায়কও প্রাপ্য সম্মান পান। ম্যাচ শেষ হওয়ার পরের এই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে।

সিরাজের ৪ রানের ইনিংস হয়তো ভারতকে জয় এনে দিতে না পারলেও আশা তৈরি করেছিল। জসপ্রীত বুমরাহর ৫৪ বলে ৫ রানের ইনিংসের পরও ভারত ১৩.২ ওভার লড়াই করেছে, ২৩ রানের কৃতিত্ব অনেকটাই সিরাজের হার না মানা ব্যাটিংয়ের। ব্যাট হাতে এমন লড়াইয়ের পরও ২২ রানে হার মেনে নিতে পারেননি সিরাজ। ধরে রাখতে পারেননি নিজের আবেগ। পিচের অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিলেন হতাশ জাদেজা। তাকেও গিয়ে জড়িয়ে ধরেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

লর্ডস টেস্টে বার বার উত্তেজনা তৈরি হয়েছে দু’দলের ক্রিকেটারদের মধ্যে। উত্তেজনার বিভিন্ন মুহূর্তে সিরাজও সরব ছিলেন। বল বদল নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক হোক বা ‘বাজবল’ খেলতে বলে জো রুটকে স্লেজিং। প্রতিপক্ষের সঙ্গে সমানে সমানে লড়াইয়ের চেষ্টা করেছেন। চাপ তৈরির চেষ্টা করেছেন।

টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে আউট করে তাকে ধাক্কা মারা ও উত্তেজিত হয়ে কথাবার্তা বলায় শাস্তিও পেয়েছিলেন সিরাজ। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি ডিমেরিট পয়েন্টও পান সিরাজ। কিন্তু শেষ বেলায় নিজেই ভেঙে পড়লেন। সে সময় প্রথম পাশে পেলেন প্রতিপক্ষ দলের ক্রিকেটারদেরই। যারা মাঠের বিতর্ক ভুলে নতুন লড়াইয়ের সাহস দিয়ে গেলেন। লর্ডসের ২২ গজে জিতে গেল ক্রিকেট।

এমএসএম / এমএসএম

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক