ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের এক ক্লাবের দলবদলে ফিফার নিষেধাজ্ঞা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ৪:২৫

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের দলবদল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার এই নির্দেশনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেয়েছে। ফলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগ পর্যন্ত ফকিরেরপুলের পক্ষে খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম করা সম্ভব হবে না। 
ফকিরেরপুল ইয়ংমেন্সের বর্তমান সাধারণ সম্পাদক আহমেদ আলী এই নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন, ‘একজন খেলোয়াড়ের আর্থিক পারিশ্রমিক ইস্যুতে এটি হয়েছে। আমরা দ্রুত সেটি সমাধান করে আসন্ন মৌসুমের কার্যক্রম এগিয়ে নিতে চাই।’ 
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ২০২৫-২৬ মৌসুমের দলবদল ১ জুন শুরু হয়ে ১৫ আগস্ট পর্যন্ত চলবে। ফকিরেরপুল ইয়ংমেন্সের ১৫ আগস্টের মধ্যেই ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। না হলে তারা খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম করতে পারবে না। 
গত মৌসুমে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ফুটবল দলের ম্যানেজার ছিলেন পিপুল। তিনি ফিফার নিষেধাজ্ঞা সম্পর্কে বলেন, ‘একজন উজবেক ফুটবলার ফকিরেরপুল ক্লাবে গত মৌসুমে এসেছিল। সেই ফুটবলারের পারিশ্রমিক নিয়ে আবেদন করেছি। সেই আবেদন নিষ্পত্তি না করায় হয়তো ক্লাবের ওপর দলবদল নিষেধাজ্ঞা। তার পাওনা ও জরিমানা মিলিয়ে ২০ লাখ টাকার ওপর হতে পারে বিষয়টি।’
কোচ-খেলোয়াড়দের দেনা-পাওনা নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট ক্লাব-ফেডারেশনের ওপর ফিফা জরিমানা-নিষেধাজ্ঞা প্রদান করে। বাংলাদেশেও বিষয়টি নতুন নয়। বিগত সময়েও বাংলাদেশের অনেক ক্লাব এ রকম ঘটনার শিকার হয়েছে। গত মৌসুমেই ফুটবলাঙ্গনে গুঞ্জন ছিল বসুন্ধরা কিংসের ওপরও এ রকম নিদের্শনা এসেছিল। যদিও কিংস কিংবা ফেডারেশন এটি প্রকাশ বা স্বীকার করেনি। 
ফকিরেরপুল ইয়ংমেন্স ঘরোয়া ফুটবলে ঐতিহ্যবাহী ক্লাব। ক্যাসিনোকাণ্ডে ক্লাবটি ভাবমূর্তির সংকটে ছিল। সেই সংকট কাটিয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নশীপ লিগ থেকে প্রিমিয়ার লিগে উঠেছে। আরেক ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স প্রিমিয়ার লিগে দুই দশক পর এসে টিকে থাকতে পারেনি। ফকিরেরপুল অবশ্য নিজেদের প্রিমিয়ারে রাখতে সক্ষম হয়েছে। এখন ক্লাবটির সামনে ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠার চ্যালেঞ্জ। 

 

 

Aminur / Aminur

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক