ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

শিক্ষার গুণগত মান বাড়াতে হলে শিক্ষকদেরও দক্ষতা বাড়াতে হবে


শহিদুল ইসলাম photo শহিদুল ইসলাম
প্রকাশিত: ১৫-৭-২০২৫ রাত ১০:২৭

দেশে পাঠদান পদ্ধতির ক্ষেত্রে বড় এক সমস্যা বহু শিক্ষকের অদক্ষতা। মেধাবীরা শিক্ষকতা পেশায় আগ্রহী না হলে শিক্ষার গুণগত মান কাক্সিক্ষত মাত্রায় বাড়বে কিনা সন্দেহ। এ সমস্যার সমাধানে শিক্ষকদের প্রশিক্ষণ বৃদ্ধির পাশাপাশি জাতীয় বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। শিক্ষার্থীদের গাইডবই ও কোচিং সেন্টারের বৃত্ত থেকে বের করার উপায় খুঁজে বের করতে হবে। কেবল ভালো ফল নয়, অধ্যয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নির্মল চরিত্র গঠনও হওয়া উচিত শিক্ষার অন্যতম উদ্দেশ্য।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সব বোর্ডেই পরীক্ষার্থীরা গণিত ও ইংরেজিতে খারাপ করায় এর নেতিবাচক প্রভাব পড়েছে সার্বিক পাশের হারে। গত বৃহস্পতিবার ফল প্রকাশের পর দেখা গেছে, বিগত ১৫ বছরের মধ্যে পাশের হার সর্বনিম্ন। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি, মাদরাসা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিলসহ ৯ ভাকেশনাল ১১ বোর্ডের পরীক্ষার ফলাফলে গড় পাশের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। তবে এবারও ছাত্রীরা তুলনামূলক ভালো ফল করেছে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, বিগত সরকারের আমলে নিজেদের সাফল্য দেখানোর জন্য ছাত্র-ছাত্রীদের নম্বর বাড়িয়ে দিয়ে জিপিএ-৫-এর সংখ্যা বাড়িয়ে ফুলিয়ে-ফাঁপিয়ে ফল প্রকাশ করা হতো। এভাবে ফল প্রকাশের কারণে অতীতে ছাত্রছাত্রীদের প্রকৃত মূল্যায়ন না হওয়ায় তাদের প্রতি অবিচার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার তাই এ ধারা থেকে সরে এসে শিক্ষার্থীদের পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নের জন্য শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দিয়েছে। সেভাবেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের মেধার প্রকৃত মূল্যায়ন করা হয়েছে।
শিক্ষাবিদরা মনে করে এসব তথ্য এবং আনুষঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে পরীক্ষা পদ্ধতির সংস্কারে যথাযথ পদক্ষেপ নিতে হবে, যাতে শিক্ষার মান বৃদ্ধি পায়। আমাদের শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান না বাড়লে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়বে। উদ্বেগের বিষয় হলো, দেশে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক মান উন্নয়নে তাই দ্রুত পদক্ষেপ নিতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য চাহিদা অনুযায়ী মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলারও পদক্ষেপ নিতে হবে।
মানসম্মত পাঠদান ভালো ফলাফলে বিশেষ ভূমিকা রাখে। কাজেই আমাদের পাঠদান ও পরীক্ষা পদ্ধতি নিয়ে যেসব প্রশ্ন রয়েছে, সেদিকেও নজর দিতে হবে। বিভিন্ন বয়সি মানুষের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি বর্তমানে মহামারির মতো ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ মাদকের মতোই শিক্ষক ও শিক্ষার্থীদের নেশাগ্রস্ত করছে, যা থেকে বের হওয়া জরুরি। লক্ষ্য করা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফল অর্জন করা সত্ত্বেও বহু শিক্ষার্থী উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ভর্তি পরীক্ষায় কাঙ্খিত ফল অর্জন করতে পারছেনা। এবারের এসএসসি পরীক্ষার ফল থেকে শিক্ষা নিয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে যা যা করণীয়, তার সবই করতে সরকার সচেষ্ট হবে, এটাই  সবার প্রত্যাশা।

 

এমএসএম / এমএসএম

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি