মনিপুর উচ্চ বিদ্যালয় বিধি ভেঙে নিয়োগের উদ্যোগ
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বিদ্যালয় পরিচালনার দায়িত্বে থাকা অ্যাডহক কমিটি প্রচলিত আইন ও শিক্ষা বোর্ডের স্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে পত্রিকায় শিক্ষক ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে,যা নিয়ে ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।
জানা গেছে, বর্তমানে মনিপুর স্কুল পরিচালনা করছে একটি অ্যাডহক কমিটি, যার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাহমিনা আক্তার। গত ৩০ এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ড তাকে এই দায়িত্ব দেয়। তিনি মূলত এই নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন, যা তার এখতিয়ার বর্হিভূত।
শিক্ষা বোর্ডের প্রণীত প্রবিধান অনুযায়ী,“কোনো অ্যাডহক কমিটির শিক্ষক-কর্মচারী নিয়োগের এখতিয়ার নেই। এ সংক্রান্ত সরকারি বিধানে স্পষ্ট করে বলছে, “অ্যাডহক কমিটি কোনো অবস্থাতেই অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্ট, গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক বা অন্য কোনো কর্মচারী বাছাই ও নিয়োগ করতে পারবে না। তবে শর্ত হচ্ছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর তালিকাভুক্ত কোনো প্রার্থী সুপারিশপ্রাপ্ত হলে কেবল তাকে নিয়োগ দেওয়া যাবে।”
এ বাস্তবতা উপেক্ষা করে মনিপুর স্কুলের অ্যাডহক কমিটি সম্প্রতি পত্রিকায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা মিডিয়ামে ৭ জন, ইংরেজি ভার্সনে ৫ জন সহকারী শিক্ষক, কলেজ শাখায় ৩ জন শিক্ষক, ল্যাব সহকারী ২ জন ও কম্পিউটার ল্যাব সহকারী ৬ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ২০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে এবং লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২৬ জুলাই।
স্কুলের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মনিপুর স্কুলে বর্তমানে কোনো শিক্ষক সংকট নেই। বরং বিগত কয়েক বছরে ফলাফলের অবনতি ও নানা অভ্যন্তরীণ সমস্যার কারণে শিক্ষার্থী সংখ্যা ক্রমেই কমছে। সে অনুযায়ী শিক্ষক-কর্মচারীর সংখ্যায়ও উল্লেখযোগ্য কোনো ঘাটতি নেই। তবুও স্বজনপ্রীতি ও আর্থিক সুবিধার বিনিময়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিভাবকরা অভিযোগ তুলেছেন।
তারা প্রশ্ন তুলেছেন,যেখানে আইনে স্পষ্টভাবে এই নিয়োগ অবৈধ বলা আছে, সেখানে কার স্বার্থে ও কী উদ্দেশ্যে এমন বিতর্কিত উদ্যোগ নেওয়া হলো? কোনো গোপন স্বার্থকে পূরণ করতেই কি এই নিয়োগ প্রক্রিয়া?
অভিভাবকরা বলছেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন নয়, বরং কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধা আদায়ের জন্যই নিয়মবহির্ভূত এই নিয়োগের চেষ্টা করছে। তারা এ ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দায়বদ্ধ এই অভিভাবকরা আশা করছেন, মনিপুর স্কুলের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে জিম্মি হবে না,এমনই পদক্ষেপ নেবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড।
স্কুলের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার : গাড়িটি মনিপুর উচ্চ বিদ্যালয়ের, শিক্ষার্থীদের স্বার্থে ক্রয় করা হয়েছিল চারটি ক্যাম্পাসের কার্যক্রম তদারকির জন্য। অথচ আজ সেই স্কুলের লোগো ঢাকা পড়ে আছে সভাপতির ব্যক্তিগত পরিচয়ে। অভিযোগ উঠেছে, বর্তমান এডহক কমিটির সভাপতি অধ্যাপক তাহমিনা আক্তার দায়িত্ব নেওয়ার পর থেকেই গাড়িটি যেন তার ব্যক্তিগত বাহন হয়ে গেছে।স্কুলের প্রয়োজনে শিক্ষার্থীর উন্নতির জন্য যে গাড়ি, সেটি এখন নিয়মিত ছুটছে তার পারিবারিক ও বেসরকারি কাজে। গাড়ির সামনের অংশে ‘স্কুল গাড়ি’ লেখা থাকার কথা থাকলেও, সেটির বদলে সাঁটানো হয়েছে সভাপতির নাম। যেন পুরো প্রতিষ্ঠানটিই ব্যক্তিগত সম্পত্তি!
মিটিংয়ের নামে সম্মানি : অন্য দিকে রাজধানীর এই মনিপুর স্কুলে এখন চলছে এক অদৃশ্য লুণ্ঠনের উৎসব। শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল শিক্ষার্থীদের স্বপ্ন আর অভিভাবকদের কষ্টার্জিত টাকার ওপর ভর করে। অথচ সেই স্কুলের সভাপতি তাহমিনা আক্তার প্রশাসনিক মিটিং, কখনও একাডেমিক বৈঠকের নামে টাকা তুলে নিচ্ছেন। এক সভার জন্য ২০ হাজার, আরেক সভার নামে ১২ হাজার, এভাবে একদিনেই ৩২ হাজার টাকা তুলে নিচ্ছেন শিক্ষার্থীদের টিউশন ফি থেকে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের এ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক তাহমিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, গাড়িটির নিরাপত্তার জন্যই আমার নামের স্টিকার সাঁটানো হয়েছে। কারন এ গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করি যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। নিয়োগ দেয়ার ব্যাপারে তিনি বলেন,ইমার্জেন্সি প্রয়োজনে নিয়োগ দেয়া যায় কিন্তু তাও আমরা নিয়োগ স্থাগিত করে দিয়েছি, যাতে সমালোচনা না হয়।আর সম্মানি নেয়ার ব্যাপাটা হচ্ছে, মিটিং হলে সবাই টাকা নেয়, আমাকেও দেয়া হয়।
এমএসএম / এমএসএম
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা