"শান্তির লাকসামকে অশান্ত করবেন না" - ড. সরওয়ার সিদ্দিকী

গোপালগঞ্জে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। এর আগে জাতীয় সমাবেশ সফল করতে লাকসাম পৌরসভা জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও স্বাগত মিছিল শেষে লাকসাম বাইপাস সড়কে সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি এবং কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর ফ্যাসিবাদীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি ভবিষ্যতে লাকসামসহ দেশের কোথাও ফ্যাসিবাদীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
সরওয়ার সিদ্দিকী বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, "বিএনপি'র সাথে আমাদের পথচলা দীর্ঘদিনের। শুধু বিএনপি'র সাথে জোট করার কারণে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা কেউ বেইমানি করিনি। আমাদের কী অপরাধ যে, আপনারা আমাদের জবাই করবেন! আপনাদের বক্তব্য আমাদের মর্মাহত করেছে। শান্তির লাকসামকে অশান্ত করবেন না। সন্ত্রাসী ও ফ্যাসিস্টদের সুযোগ করে দেবেন না। গ্রামে গ্রামে সন্ত্রাস লেলিয়ে দেবেন না। স্থিতিশীল লাকসামকে স্থিতিশীল রাখুন।"
এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাইসহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানান।
পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহর পরিচালনায় সমাবেশে উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের ফয়সাল, পৌরসভা জামায়াতের সহ-সেক্রেটারি মাস্টার এ কে এম শাহ আলম, মোঃ নূরে আলম, পৌরসভা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু জাফর মোঃ সালেহ, মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মাওলানা আকতার হোসাইন আজাদী, অধ্যাপক আব্দুল কাহ্হার, ফয়সাল মুন্সি, শহর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলাম, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিবির সভাপতি রিফাত হোসাইনসহ বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
