বাংলাদেশকে ভালো দল দাবি করে যা বললেন পাকিস্তান অধিনায়ক
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান দল এখন বাংলাদেশে। আগামীকাল (রোববার) সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে আজ (শনিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে করেন দলটির অধিনায়ক সালমান আলি আগা। সেখানে জানালেন যে কোনো দেশে বাংলাদেশ ভালো দল।
সালমান বলছিলেন, ‘এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু এবং যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল। আমরা জানি কী কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে। মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’
গত ৯ বছর বাংলাদেশ পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি। অবশ্য এসব নিয়ে ভাবতে নারাজ সালমান, ‘আমরা অতীত নিয়ে এত ভাবছি না, ভাবছি না ৯ বছর কী হয়েছে। আমরা আমাদের খেলায় মনোযোগ রাখছি। এই সিরিজও ব্যতিক্রম নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। যদি তিনটি ম্যাচই জিততে পারি খুব খুশি হব।’
নিজেদের সামর্থ্য নিয়ে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট প্রতি ৬ মাসে বদলে যাচ্ছে। আমরা আমাদের বেসিক ক্রিকেট খেলতে চাই। যে দলই আসুক ভালো খেলতে হবে। এখন যারা আছে ওদের নিয়ে আমরা আশাবাদী। নতুন দুইজন ফাস্ট বোলার দলে এসেছে। তারা খুবই সম্ভাবনাময়। তাদের নিয়ে আমি খুব আশাবাদী এবং রোমাঞ্চিত।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সফরকারী পাকিস্তানের স্কোয়াডে আছেন– সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।
এমএসএম / এমএসএম
বড় জয়ে সিরিজ বাংলাদেশের
দুই ওপেনারের ফিফটিতে ঝোড়ো শুরু বাংলাদেশের
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ
মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব
সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ
গোলখরা কাটিয়ে রিয়ালকে জেতালেন বেলিংহ্যাম
আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন
৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা
অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত
১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!