ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সাতকানিয়ায় হেড মাস্টারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৬-৯-২০২১ বিকাল ৫:৪২

সাতকানিয়ায় এক কিশোরকে স্কুল মাঠে খেলার অপরাধে প্রধান শিক্ষক ও ইউপি সদস্যের হাতে নির্মম আঘাতে জর্জরিত হতে হলো। এমন অভিযোগ এনে উপজেলার ছদাহার আবুল হোসেন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম সিহাবুদদীন ইউসুপ ও সাবেক ইউপি সদস্য মো. করিমসহ মোট ৪ জনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতকানিয়ায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ছদাহার ২নং ওয়ার্ডের আব্দুস ছফুরের স্ত্রী জেসমিন আক্তার।

সংবাদ সম্মেলনে জেসমিন আক্তার ও আহতের বড় ভাই খোকন বলেন, গহ ১০ সেপ্টেম্বর বিকেল ৪টায় কিশোর ইমরানসহ একটি কিশোর দল স্থানীয় আবুল হোসেন মিয়া সরকারি মাঠে ফুটবল খেলতে গেলে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল করিম ও স্কুলের প্রধান শিক্ষক এসএম সিহাবুদদীন ইউসুপ ধাওয়া করেন। ধাওয়া করার একপর্যায়ে কিশোর ইমরান হোসেনকে প্রধান শিক্ষক ইউসুপ এবং সাবেক ইউপি সদস্য করিম ধরে ফেলেন। ধরার পর ইমরান হোসেনকে স্কুল অফিস কক্ষে কোনো কারণ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ব্যাপক আঘাত করেন।

আহত ইমরান হোসেনের মা জেসমিন আক্তার আরো বলেন, আমার ছেলেকে এমন নির্মমভাবে আঘাত করার পর আমরা খবর পেয়ে উদ্ধার করে সাতকানিয়া হাসপাতালে ভর্তি করােই। পরে অবস্থার অবনতি এবং অনবরত ছেলে বমি করলে তাকে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করাই। এখনো সেখানে ভর্তি অবস্থায় আছে।

আহত ইমরানের বড় ভাই খোকন সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করেন, আমার ছোট ভাই ইমরানের শারীরিক অবস্থা বেগতিক দেখে হেড মাস্টার ইউসুপ এবং আব্দুল করিম উল্টো আমাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন। তবে আমরাও আমার ভাইয়ের চিকিৎসাপত্র দিয়ে সাক্ষ্য-প্রমাণ নিয়ে একটি অভিযোগ দিয়েছি সাতকানিয়া থানায়। আমরা আমার ভাইয়ের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে খুবই শংকিত। আমরা হেড মাস্টার ইউসুপসহ অপরাপর জড়িত ব্যক্তির শাস্তি চাই।

এমএসএম / জামান

মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর  সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু

শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা

গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা

চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী

শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম

প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন

মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু

টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন