ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

পবিপ্রবি সাংবাদিক সমিতির ২ মাসব্যাপী জার্নালিজম এন্ড কমিউনিকেশন প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২৫ বিকাল ৫:১১
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও পবিপ্রবি সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত “ট্রেইনিং প্রোগ্রাম অন জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন” শীর্ষক দুই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। শনিবার (১৯ জুলাই) কৃষি কনফারেন্স কক্ষে সেশন শেষে ক্লোজিং সেরেমনি আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করা হয়।
 
প্রায় দুই মাস ধরে চলা এই পেশাজীবন-উন্নয়ন কর্মশালার উদ্বোধন হয় গত ১ ফেব্রুয়ারি থেকে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের মোট ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং সাংবাদিকতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ে মৌলিক ও উন্নত পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণ করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্বগণ এই প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণ প্রদান করেন।
 
ক্লোজিং সেরেমনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজের ডিন অধ্যাপক ড. মো: আতিকুর রহমান  এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন শেষ সেশন গ্রহণকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন ও পবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি আবু হাসনাত তুহিন।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন।
 
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের প্রয়োজন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়ন। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
 
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহবুব রব্বানী বলেন, “বর্তমান বিশ্বে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন অপরিহার্য। এই কর্মশালা তাদের মেধা বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” 
 
সমাপনী অনুষ্ঠানে সভাপতি মারসিফুল আলম রিমন প্রশিক্ষক, অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানান এবং আনুষ্ঠানিকভাবে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। 

এমএসএম / এমএসএম

শেকৃবিতে নিয়োগের সিন্ডিকেট সভা ঘিরে মারামারি

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবিতে আহকাবের উদ্যোক্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জকসু নির্বাচন: ভোটকেন্দ্রে ছাত্র সংগঠনের নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা

সারাদেশে স্কুল-মাদ্রাসার একযোগে বৃত্তি পরীক্ষা শুরু

গণমাধ্যম কার্যালয়ে হামলায় ডিআইইউসাস'র উদ্বেগ

মহানবী (সা:)কে নিয়ে কটুক্তির অভিযোগে ডিআইইউ শিক্ষার্থীকে ঘিরে উত্তেজনা

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচী ঘোষণা

মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর