ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ওয়েন-গ্রিনের ঝড়ে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ১:৪৩

স্যাবাইনা পার্কে অভিষেকেই বাজিমাত করলেন মিচেল ওয়েন। ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে তিনি হয়ে উঠলেন ম্যাচের নায়ক। ক্যামেরন গ্রিনের সঙ্গে তার বিধ্বংসী জুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানটান উত্তেজনায় ভরপুর প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে এনে দিল ৩ উইকেটের নাটকীয় জয়।
টি-টোয়েন্টি অভিষেকে হাফসেঞ্চুরি করে ওয়েন নিজের নাম লিখিয়েছেন রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের পাশে।
২৭ বলে ৬টি ছক্কায় সাজানো ছিল তার ৫০ রানের ইনিংস। গ্রিনও ছিলেন সমান আক্রমণাত্মক। ২৬ বলে ৫টি ছক্কা আর ২টি চারে করেন ৫১ রান। অস্ট্রেলিয়া ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে যখন বিপদে, দুজন মিলে ৪০ বলে ৮০ রানের জুটি গড়ে হাল ধরেন দলের।
তার আগে শাই হোপ (৫৫) ও রোস্টন চেজ (৬০) জোড়া হাফসেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছিলেন বড় রানের স্বপ্ন। চেজের স্ট্রোকপ্লে ছিল চোখ ধাঁধানো। কিন্তু ইনিংসের শেষ ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে ক্যারিবিয়ানরা। 
শেষদিকে দুর্দান্ত ডেথ বোলিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বেন ডোয়ারশুইস ও নাথান এলিস।
তাদের দুরন্ত স্পেলেই রানের দিক থেকে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ বড় স্কোর করতে ব্যর্থ হয়।
বেন ডোয়ারশুইস ৪ উইকেট নেন। যার মধ্যে এক ওভারে ৩টি। এলিস ও ডোয়ারশুইস শেষ ১৬ বলে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।
অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমে আবারও হতাশ করলেন ফ্রেজার-ম্যাকগার্ক।
মাত্র ২ রান করে ফেরেন তিনি। মিচেল মার্শ ৩টি ছক্কা মারলেও মাত্র ১৮ রানেই আউট হন। ইংলিস (১৪) ও ম্যাক্সওয়েল (১১) কোনো প্রভাব ফেলতে পারেননি।
গ্রিনের ধীরস্থির শুরু, বুদ্ধিদীপ্ত ব্যাটিং এবং ঝড়ো শেষ যেন অস্ট্রেলিয়াকে এনে দেয় স্বস্তি। আর ওয়েন ছিলেন একদমই ভয়ডরহীন। রাসেলকে প্রথম বলেই ছক্কা, পরে আকিল হোসেইনকে এক ওভারে ৩টি ছক্কা মেরে ম্যাচের রঙ পাল্টে দেন। গ্রিন যখন ৫০ করে আউট হন, তখনো ৩২ রান দরকার ছিল ৩১ বলে। ওয়েন পরে ২৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেও, তিনি ফিরলে ম্যাচ জমে যায়।
শেষদিকে কনোলি, ডোয়ারশুইস ও অ্যাবট মিলে চাপ সামলে নেন। শেষ ওভারে ক্যাচ ফেলেন ক্যারিবিয়ান ফিল্ডার জুয়েল অ্যান্ড্রু, রানআউট সুযোগও মিস করে। শেষপর্যন্ত ৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অজিরা।

 

Aminur / Aminur

বড় জয়ে সিরিজ বাংলাদেশের

দুই ওপেনারের ফিফটিতে ঝোড়ো শুরু বাংলাদেশের

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ

মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ

গোলখরা কাটিয়ে রিয়ালকে জেতালেন বেলিংহ্যাম

আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন

৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা

অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ