ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

জয়ার মাতৃহৃদয় কাঁদছে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ১১:২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত হয়েছে বহু শিশু। এ ঘটনায় হতবাক মানুষ। আর সবার মতো কাঁদছে অভিনেত্রী জয়া আহসানের মাতৃহৃদয়। একের পর এক তার ফেসবুক পোস্ট বলে দিচ্ছে, অস্থির হয়ে উঠেছেন সদ্য মুক্তি পাওয়া ‘ডিয়ার মা’ ছবির অভিনেত্রী।
এক ফেসবুক পোস্টে জয়া লিখেছেন, ‘টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হলো, তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল।’
দূর্ঘটনায় হারিয়ে যাওয়া বেশ কয়েকটি শিশুর স্কুল আইডি কার্ডের ছবিও পোস্ট করেছেন জয়া। পোস্ট করেছেন প্রাথমিক চিকিৎসার পরামর্শ। ডা. তানজিনা হোসেন তান্নির বরাত দিয়ে একটি পোস্টে জয়া জানাচ্ছেন, ‘যারা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন, আহতদের হাসপাতালে নিচ্ছেন, প্লিজ ড্যামেজ কমাতে প্রাথমিক চিকিৎসা দিন। পোড়া ত্বকে ক্রমাগত পানি ঢালুন। ট্যাপের পানি বা বোতলের পানি যাই হোক। পারলে ৩০-৪৫ মিনিট পানি ঢালতে থাকুন। একটা পরিস্কার সুতি কাপড় দিয়ে ক্ষত ঢেকে দ্রুত হাসপাতালে নিন। ইনফেকশন প্রিভেনশনের জন্য যত কম ভিড় হয়, যত কম স্পর্শ করা যায়, তত ভালো। পোড়া ত্বক প্রচুর পানি হারাতে থাকে, তাই বার বার মুখে পানি ও স্যালাইন খেতে দিন।’ ওই পোস্টেই নেতা ও ভিউ ব্যবসায়ীদের দূর্ঘটনাস্থল ও হাসপাতালে ভিড় না জমানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার বেলা ১টার দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন ২০ জন। হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও ১৭১ জন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে।

 

Aminur / Aminur

হানিমুনে শ্রীলঙ্কা-মালদ্বীপে শবনম ফারিয়া!

রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

ইলিয়াস কাঞ্চনকে যেমনটা দেখলেন নায়িকা রোজিনা

‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’

আলহামদুলিল্লাহ এটা জীবনের সেরা দিন, মক্কা থেকে অভিনেতা ফারহান

নাটকের নতুন ট্রেন্ড আইটেম গান

আমরা নিজেদের সঙ্গে লড়াই করছি— বললেন নুসরাত, উত্তর দিলেন যশ

বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপু বিশ্বাসের!

বিরল রোগে আক্রান্ত, দোয়া চাইলেন অর্চিতা স্পর্শিয়া

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

‘বাড়িতেও ঢুকতে দেয়নি, আমার কি চরিত্র খারাপ ছিল?’

‘নিজের অভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই’