ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জয়ার মাতৃহৃদয় কাঁদছে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ১১:২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত হয়েছে বহু শিশু। এ ঘটনায় হতবাক মানুষ। আর সবার মতো কাঁদছে অভিনেত্রী জয়া আহসানের মাতৃহৃদয়। একের পর এক তার ফেসবুক পোস্ট বলে দিচ্ছে, অস্থির হয়ে উঠেছেন সদ্য মুক্তি পাওয়া ‘ডিয়ার মা’ ছবির অভিনেত্রী।
এক ফেসবুক পোস্টে জয়া লিখেছেন, ‘টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হলো, তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল।’
দূর্ঘটনায় হারিয়ে যাওয়া বেশ কয়েকটি শিশুর স্কুল আইডি কার্ডের ছবিও পোস্ট করেছেন জয়া। পোস্ট করেছেন প্রাথমিক চিকিৎসার পরামর্শ। ডা. তানজিনা হোসেন তান্নির বরাত দিয়ে একটি পোস্টে জয়া জানাচ্ছেন, ‘যারা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন, আহতদের হাসপাতালে নিচ্ছেন, প্লিজ ড্যামেজ কমাতে প্রাথমিক চিকিৎসা দিন। পোড়া ত্বকে ক্রমাগত পানি ঢালুন। ট্যাপের পানি বা বোতলের পানি যাই হোক। পারলে ৩০-৪৫ মিনিট পানি ঢালতে থাকুন। একটা পরিস্কার সুতি কাপড় দিয়ে ক্ষত ঢেকে দ্রুত হাসপাতালে নিন। ইনফেকশন প্রিভেনশনের জন্য যত কম ভিড় হয়, যত কম স্পর্শ করা যায়, তত ভালো। পোড়া ত্বক প্রচুর পানি হারাতে থাকে, তাই বার বার মুখে পানি ও স্যালাইন খেতে দিন।’ ওই পোস্টেই নেতা ও ভিউ ব্যবসায়ীদের দূর্ঘটনাস্থল ও হাসপাতালে ভিড় না জমানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার বেলা ১টার দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন ২০ জন। হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও ১৭১ জন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে।

 

Aminur / Aminur

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা

এবার কে জিতবেন সেরা অভিনেতার অস্কার

বলিউডে সুযোগ কম, ইন্ডাস্ট্রি পাল্টালেন দিব্যা দত্ত

যে কারণে তৈরি হচ্ছে না মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমার মতো নায়িকা

গোটা শরীর ‘প্লাস্টিকের তৈরি’, কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনি

অপু বিশ্বাসকে জমজমের পানি, তজবি, জায়নামাজ দিয়েছেন রইস উদ্দিন

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন