হাউজ ইনচার্জ জাহাঙ্গীরের খুঁটির জোর কোথায়?
কেরুজ বোতলজাতকৃত বাংলা মদ শ্রীমঙ্গল বাদে সকল ওয়ার হাউজে বেচাবিক্রি শুরু

কেরুজ চিনিকল প্রতিষ্ঠার ৮৭ বছর পর ডিস্টিলারীতে উৎপাদিত দেশীয় মদ (সিএস) বোতলজাতকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বেশ চড়াই-উতরাই ও বাধা-বিপত্তি পেরিয়ে যখন বোতলজাতকরণ কার্যক্রম চলছে, ঠিক তখনই নিজেদের স্বার্থ হাসিলে উঠে-পড়ে লেগেছে স্বার্থান্বেষী একটি মহল। এ কার্যক্রম বন্ধ করতে নানানভাবে চালানো হচ্ছে চেষ্টা-তদবির। আইনিভাবেই লড়ছেন কোনো কোনো গোষ্ঠী। সকল বাধা উপেক্ষা করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কর্তৃপক্ষ নিজ গতিতেই এগিয়ে চলেছেন ডিস্টিলারী বিভাগকে আরো লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করছেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। গত মাস থেকে কেরুজ ১৩টি ওয়ার হাউজে বোতলজাতকৃত দেশীয় মদ সরবরাহ শুরু করা হয়েছে পুরোপুরিভাবে। অভিযোগ উঠেছে, সবগুলো ওয়ার হাউজে বোতলজাতকৃত দেশীয় মদ বেচাবিক্রি শুরু করলে নিজের স্বার্থে বাধা সৃষ্টি মনে করে তা করছেন না শ্রীমঙ্গল ওয়ার হাউজের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন। তিনি এ পর্যন্ত ৩ দফায় ২ হাজার ১০০ কেস বোতলজাতকৃত মদ নিলেও তা গোডাউনজাত করে তালাবদ্ধ রেখেছেন। লাইসেন্সিদের ভুল বুঝাচ্ছেন ও সদর দপ্তরের মধ্যস্থতা করে ২ দফায় ২ গাড়ি (ড্রাম) খোলা মদও নিয়েছেন। দেশের সবচেয়ে বড় ওয়ার হাউজের এ ধরণের ভূমিকা ডিস্টিলারীকে ক্ষতির দিকে ধাবিত করছে। সেক্ষেত্রে অভিযুক্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলেও আরো ১২টি হাউজের ইনচার্জরাও এ সুযোগ নিতে মরিয়া হয়ে উঠতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। গত বছরের ২৬ নভেম্বর একটি পরিপত্র জারি করে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রশাসন বিভাগ। এ বিভাগের পরিচালক (প্রশাসন অর্থ ও পরিকল্পনা) মোহাম্মদ মামুন মিয়া স্বাক্ষরিত পত্রে বলা হয়, দেশীয় মদ ১০০০ ও ৫০০ মি.লিটার বোতলে বাজারজাত করা হবে। এ বোতলে কেরুজ স্টিকার ও লেভেল সম্বলিত থাকবে। এতে উৎপাদিত মদের গুণগত মান থাকবে অক্ষুন্ন। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের উচ্চতর একাধিক বৈঠকে সিদ্ধান্ত চুরান্ত হয়। ৯ ডিসেম্বর বিএনএসিবব্লিউসি’র চেয়ারম্যান, সশস্ত্র বাহিনী বিভাগের সভাপতি প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল এসএম কামরুল হাসানের সভাপতিত্বে বৈঠকেও ড্রামে কেরুজ বাংলা মদ বেচাকেনা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দ্রুত কেরুজ বাংলা মদ বোতলজাতকরণের পূর্ণ সিদ্ধান্ত চুরান্ত করা হয়। সে মোতাবেক শুরু হয় কার্যক্রম। সারাদেশে কেরু এ্যান্ড কোম্পানীর ১৩টি সিএস’র (দেশী মদ) বন্ডেড ওয়ার হাউজ রয়েছে। হাউজগুলো হচ্ছে দর্শনা, যশোর, খুলনা, পাবনা, পার্বতীপুর, শান্তাহার, ঢাকা, কুমিল্লা, শ্রীমঙ্গল, চট্রগ্রাম, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল। তথ্য জানা গেছে, কেরুজ কর্তৃপক্ষ প্রতি প্রুফ লিটার সিএস (দেশী মদ) এজেন্টদের কাছে সরবরাহ করে থাকে ২২০ টাকায়। তাতে আফগারি শুল্ক ১২০ ও ৭.৫% ভ্যাট বাবদ পরিশোধ করা হয় ১৭ টাকা। ফলে ১ প্রুফ লিটারের মূল্য সর্বসাকুল্যে ৩৫৭ টাকা। তবে শ্রীমঙ্গলে চা বাগান শ্রমিকদের কথা বিবেচনা করে সরকার ওই হাউজে আফগারি শুল্ক ১২০ টাকার স্থলে ৫৫ টাকা নিয়ে থাকে। সেক্ষেত্রে তুলনামূলক বোতলজাতকৃত দেশীয় মদ ১০০০ মি.লি. প্রতি বোতল ৩১৯ টাকা সকল হাউজে হলেও শ্রীমঙ্গলে আফগারি শুল্ক কম হওয়ায় মূল্যও বহুগুণে কম নেয়া হচ্ছে। হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার ৭৪ জন লাইসেন্সি পরিচালিত হয়ে থাকে শ্রীমঙ্গল বন্ডেড ওয়ার হাউজে। কেরুর সবচেয়ে বড় হাউজ শ্রীমঙ্গল। সেখানে প্রতি মাসে প্রায় ৭০ হাজার প্রুফ লিটার বাংলা মদ বিক্রি হতো। ৩ দফায় বোতলজাতকৃত বাংলা মদ ২ হাজার ১০০ কেস কেরু থেকে সরবরাহ করে গোডাউনজাত করে তালাবদ্ধ রাখা হয়েছে বলে হাউজের ইনচার্জ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার দাবি উঠেছে। গত ১৫ দিনের ব্যবধানে সদর দপ্তরে কৌশলে আঁতাত করে ২ গাড়ি ড্রামে বাংলা মদ নেয়ায় ব্যাপক সমালোচিত হচ্ছে। তাছাড়া সাবেক ইনচার্জ এজাজ আহমেদ লাইসেন্সিদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেও জাহাঙ্গীর হোসেনের ক্ষেত্রে তার পুরোটাই উল্টো। তিনি লাইসেন্সিদের সাথে অসদাচরণ সহ বোতলের বিপক্ষে তাদের উস্কাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখে ডিস্টিলারী বিভাগকে ক্ষতির দিক থেকে রক্ষা করতে জাহাঙ্গীরের অপসারণ জরুরী বলেও মনে করা হচ্ছে। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, "বোতলজাতকরণ সিদ্ধান্ত সদর দপ্তরের। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করা উচিত বলে মনে করি। কেরুজ চিনিকল সরকারের একটি মূল্যবান সম্পদ। এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি। তাই এ প্রতিষ্ঠান কোনো ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হলে তা বরদাস্ত করা হবে না।
এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
